Header Ads

বাছাই পাঁচ হাজার সিভিক ভলেন্টিয়ার কে রাজ্যের গোয়েন্দা বিভাগে প্রমোশন দিচ্ছে রাজ্য!

নজরবন্দি ব্যুরোঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত আরও অনেক কিছুর মতই সিভিক ভলেন্টিয়ার একটি প্রকল্প। রাজ্যের সব এলাকাতেই এদের দেখা যায়। কার্যত সরকার আর জনগনের মধ্যস্ততাকারী হয়ে দাঁড়িয়েছে এই ফৌজ। যাই হোক এবার ভাল খবর সিভিক ভলেন্টিয়ারদের জন্যে। দায়িত্ব বাড়তে চলেছে তাঁদের! রাজ্যের গোয়েন্দা বিভাগেও এবার সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করতে চলছে সরকার৷ রাজ্য পুলিশের ডিজিকে ইতিমধ্যেই এই নির্দেশ পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। বিজ্ঞাপ্তি দিয়ে রাজ্যের তরফে জানানো হয়েছে, ৫২৮৫ জন সিভিক ভলান্টিয়ারকে গোয়েন্দা বিভাগে  নিয়োগ করা হবে। তবে নতুন করে কোন নিয়োগ হচ্ছেনা। যারা এই মুহুর্তে সিভিক ভলেন্টিয়ারের কাজ করছেন তাঁদের মধ্যে থেকে বাছাই করে ৫২৮৫ জনকে নিজুক্ত করা হবে রাজ্যের গোয়েন্দা বিভাগে।
কিন্তু কি কাজ করবে এই সিভিক ভলেন্টিয়ার-রা? এদের কাজ হবে পাড়ায় পাড়ায় নজর রাখা, মানুষের সাথে মিশে থাকা। কোথাও কোন গোলমাল হতে পারে কিনা তাঁর আভাস বোঝা। ঝামেলার গন্ধ পেলেই তাঁরা জানাবেন নির্দিষ্ট এলাকার থানায়। এদের ট্রেনিং দেওয়া হতে পারে বলে খবর সূত্রের। উল্লেখ্য এই মুহুর্তে রাজ্যে প্রায় ১ লক্ষ ২৫ হাজার সিভিক ভলেন্টিয়ার রয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.