Header Ads

আফগানদের বিরুদ্ধেই কি বিশ্বকাপ-অভিষেক ঘটতে পারে ঋষভ পন্থের?

নজরবন্দি ব্যুরোঃ চোট সমস্যাই জর্জরিত ভারতীয় শিবির। চোটের জন্য দেশে ফিরে এসেছেন শিখর ধাবন। পায়ে চোট লেগে ৩টি ম্যাচ বাইরে হয়েছেন ভুবি, আর এবার বিজয় শঙ্কর। অনুশীলনে চোট পেলেন অলরাউন্ডার বিজয়। বুধবার বৃষ্টিভেজা মাঠে অনুশীলন করছিল টিম ইন্ডিয়া । নেটে ব্যাট করার সময় জসপ্রীত বুমরাহের একটি ইয়র্কার এসে লাগে বিজয়ের পায়ে । প্রাথমিক ভাবে দেখে মনে হয়ছে খুব একটা বড় কিছু নয়, তবে খুরিয়ে হাঁটছিলেন বিজয়। আগামী ম্যাচে তিনি কতটা নিশ্চিত তা বলা যাচ্ছে না এখুনি।
তবে তিনি না খেলতে পারলে আফগানদের বিরুদ্ধে বিশ্বকাপ-অভিষেক ঘটতে পারে ঋষভ পন্থের। ধওয়ন চোট পাওয়ার পরেই যুদ্ধকালীন তত্পিরতায় উড়িয়ে আনা হয়েছিল বাঁ হাতি ব্যাটসম্যান-উইকেটকিপারকে। অভিজ্ঞ ধওয়নের কভার হিসেবে এসেছিলেন পন্থ।পাকিস্তান ম্যাচের আগে মহেন্দ্র সিংহ ধোনিদের সঙ্গে অনুশীলনও করেন পন্থ। ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছেন পন্থ। শঙ্কর যদি নামতে না পারেন সেক্ষেত্রে পন্থের খেলার সম্ভাবনা উজ্জ্বল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.