স্বপ্নাকে সান্মানিক ডি লিট দিল বর্ধমান বিশ্ববিদ্যালয় ।
নজরবন্দি ব্যুরোঃ তিনি শুধু রাজ্যের নামই নয় দেশের নাম উজ্বল করেছেন তিনি ত্র্যাথলেট স্বপ্না বর্মন। এমন একজন মানুষ কে কে না সম্মানিত করতে চাই। তাই ক্রীড়াবিদ স্বপ্না বর্মন কে বৃহস্পতিবার সান্মানিক ডি লিট প্রদান করলো বর্ধমান বিশ্ববিদ্যালয় ।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৩৭তম সমাবর্তন অনুষ্ঠানে এই সন্মান স্বপ্নার হাতে তুলে দেন আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা উপাচার্য নিমাই চন্দ্র সাহা । স্বপ্না ২০১৮ এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা পায় । এছাড়াও ২০১৭ এশিয়ান ত্র্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে প্রথম হয়ে দেশের মুখ উজ্বল করে ।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৩৭তম সমাবর্তন অনুষ্ঠানে এই সন্মান স্বপ্নার হাতে তুলে দেন আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা উপাচার্য নিমাই চন্দ্র সাহা । স্বপ্না ২০১৮ এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা পায় । এছাড়াও ২০১৭ এশিয়ান ত্র্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে প্রথম হয়ে দেশের মুখ উজ্বল করে ।
No comments