Header Ads

“আমার রিপোর্ট তৈরি”-অভিরুপ সরকার। পুজর আগেই চালু হতে পারে নতুন বেতন।

নজরবন্দি ব্যুরোঃ দাবী ছিল অনেক দিনের,ষষ্ঠ বেতন কমিশন নিয়ে আন্দোলন কম হয়নি, মুখ্যমন্ত্রীর সঙ্গে এই নিয়ে সরকারী কর্মচারীদের নানান গরম নরম কথা হয়েছে বহুবার। এবার লোকসভা ভোটের খারাপ ফলের পর টনক নরেছে দিদির, তাই সম্প্রতি ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারকে নবান্নে ডেকে পাঠিয়েছিলেন তিনি। তার পর বেতন কমিশনে রিপোর্ট জমা দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। কমিশনের অন্দরের খবর, দু’টি ভাগে রিপোর্ট লেখার কাজ প্রায় শেষ।
 এখন নতুন করে কোন সমস্যা নাহলে জুলাই-অগস্টের মধ্যেই রিপোর্ট জমা পড়তে পারে। এই ব্যাপারে অভিরূপবাবু বলেছেন “আমার রিপোর্ট তৈরি। দ্রুত তা জমা পড়বে। তবে ঠিক কবে, তা বলছি না”। বেতন কমিশনের রিপোর্ট জমা পড়ার পরে অর্থ দফতর “ইমপ্লিমেন্টেশন কমিটি” তৈরি করবে। সেই কমিটি মাসখানেকের মধ্যে রিভিশন অব পে অ্যান্ড অ্যালাউন্স (রোপা), ২০১৯ প্রকাশ করে দিলে পুজোর মধ্যেই নতুন বেতন কমিশন চালু করে দেওয়া সম্ভব বলে দাবি করেছেন নবান্নের শীর্ষ কর্তাদের একাংশ। >

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.