Header Ads

ইংল্যান্ডের বিরুদ্ধে গেরুয়া জার্সি পরে মাঠে নামবেন বিরাটরা।

নজরবন্দি ব্যুরোঃ ঠিক ছিল আগে থেকেই,কিন্তু কবে থেকে হবে জানা ছিল না। মানে কবে বিরাট বাহিনী গেরুয়া রঙের জার্সিতে মাঠে নামবেন তা ঠিক ছিল না। অবশেষে অপেক্ষার অবসান। ৩০ জুন এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচেই কমলা জার্সি পরে মাঠে নামবেন ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, বিরাট কোহলিদের যে জার্সিতে ক্রিকেট প্রেমীরা দেখতে অভ্যস্ত, সেই নীল রং থাকবে জামার কলার এবং সামনের কিছুটা অংশে।
 জার্সিতে খেলোয়াড়দের নাম এবং নম্বরও নীলে লেখা থাকবে বাকিটা গেরুয়া হবে। এবার বিশ্বকাপে নতুন নিয়েম অনুযায়ী প্রতিটি দল ২ টি করে জার্সি রাখবেন। হোম-আওয়ে ম্যাচের জন্য।কারণ কোনও ম্যাচে দুই দলের জার্সির রং একই হয়ে গেলে অ্য়াওয়ে দল নিজেদের পোশাক পাল্টাতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা। এই নিয়মেই ভারত এবার ২ টি জার্সি করেছে ১টি চিরাচরিত নীল আর অপর টি গেরুয়া। এই বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ডের জার্সির রং প্রায় একই রকম। তাই অ্যাওয়ে দল হিসেবে বিরাট বাহিনী ৩০ জুনের ম্যাচে জার্সি বদল করতে হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.