Header Ads

গুলি চালানোর জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে,উনি হার মেনে নিতে পারছেন না: মুকুল রায়

নজরবন্দি ব্যুরো: ফের উত্তপ্ত ভাটপাড়া। এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি গুলি চালানোর অভিযোগ আনলেন খোদ মুকুল রায়। একইসঙ্গে তদন্তের দাবিও তুলেছেন এই বিজেপি নেতা।       
বৃহস্পতিবার নতুন থানা উদ্বোধনের আগে বোমা-গুলির তাণ্ডবে রণক্ষেত্র ভাটপাড়া। থানার কাছেই চলে বোমাবাজি।
শূন্যে ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ। গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়। মুকুল রায়ের দাবি, বারাকপুরে লোকসভা ভোটে হারার পর যেনতেন প্রকারে অশান্তি সৃষ্টি করতে চাইছেন পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশেই গুলি চালিয়েছে তারা। ভাটপাড়া নিয়ে সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গেও কথা হয়েছে মুকুলের। বিজেপি নেতা বলেন,''অর্জুন সংসদে রয়েছেন। ওখান থেকে লোকজনের সঙ্গে যোগাযোগ করে শান্তি ফেরানোর চেষ্টা করছে''।   

মুকুল রায়ের অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে। নিরীহদের উপরে কেন গুলি চালানো হল, তার জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে। উনি হার মেনে নিতে পারছেন না। পুলিশকে দিয়ে ভাটপাড়ার দখল নিতে চাইছেন মমতা। ভাটপাড়ায় গুলি চালানোর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন মুকুল রায়। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.