Header Ads

এবার অভিরূপ সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় নামতে চলেছেন সরকারি কর্মচারীরা!

নজরবন্দি ব্যুরো: বেতন নিয়ে অনেক অভিযোগ আছে এই রাজ্যের সরকারি কর্মচারীদের। উপযুক্ত বেতনের দাবিতে বার বার রাস্তায় নামতে দেখা গিয়েছে এই রাজ্যের সরকারি কর্মচারীদের।
এবার ষষ্ঠ বেতন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আগামী ১০ জুলাই চেয়ারম্যানে অভিরূপ সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় নামতে চলেছেন সরকারি কর্মচারী সংগঠনের একটা বড় অংশ। বিজেপি প্রভাবিত কর্মচারী পরিষদের এই মর্মে বেশ কিছু কর্মসূচিরও আগাম জানিয়েছেন তারা।

বলা হয়েছে, বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের পদত্যাগের দাবিতে আগামী ১০ জুলাই করুণাময়ীর মোড় থেকে বিকাশভবন পর্যন্ত এক বিশাল র‍্যালি করা হবে। রাজ্য সরকারি কর্মীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার জন্য এই কর্মসূচি বলে জানান হয়েছে।
প্রশাসন মিছিল আটকানোর চেষ্টা করলে সেখানেই বসে প্রতিবাদ করা হবে বলেও সংগঠনের তরফে জানান হয়েছে। ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে বেতন কমিশন কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু, নানান কারণ দেখিয়ে তা এখনও আটকে রাখা হয়েছে। রাজ্য সরকারের এমন আচরণে ক্ষুব্ধ এই রাজ্যের সরকারি কর্মচারীরা। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.