ভারত-পাক ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে, তবে হতে পারে বৃষ্টি।বলছে বিলেত হাওয়া অফিস।
নজরবন্দি ব্যুরোঃ চড়তে শুরু করেছে ভারত-পাকিস্তান ম্যাচের পারদ। ম্যাঞ্চেস্টার পৌঁছে গিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসেছেন বশির চাচাও। পাকিস্তানের খেলা যেখানেই থাকে, সেখানেই হাজির হন চাচা। সচিন রমেশ তেন্ডুলকর পাক-ম্যাচের জন্য কোহালিদের পরামর্শ দিয়েছেন।পৌঁছে গিয়েছেন ঋষভ পন্থও। আবার দর্শকদের দিক থেকে দেখলে প্রতিবারের মতো এবারও বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে চাহিদা তুঙ্গে।
জানা গিয়েছে, কিছু টিকিট সর্বোচ্চ ৬০ হাজার টাকায় ব্ল্যাকে বিক্রি হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন যেসব বিজ্ঞাপন দেখানো হবে সেসব ৫০ শতাংশ বেশি দামে বিক্রিও করে ফেলেছে চ্যানেল তবে ক্রিকেটপ্রেমীদের বাড়তে থাকা আগ্রহে জল ঢেলে দিতে পারে বৃষ্টি। বিলেতের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রবিবার আকাশ মেঘলা থাকবে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টি নামার আশঙ্কা রয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বৃষ্টি হতে পারে ম্যাঞ্চেস্টারে। স্থানীয় সময় দুপুর দুটো পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বেলা ৩টে থেকে ফের বৃষ্টি হতে পারে ওল্ড ট্র্যাফোর্ডে। অর্থাৎ বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচ বৃষ্টির জন্য বিঘ্নিত হতেই পারে।
জানা গিয়েছে, কিছু টিকিট সর্বোচ্চ ৬০ হাজার টাকায় ব্ল্যাকে বিক্রি হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন যেসব বিজ্ঞাপন দেখানো হবে সেসব ৫০ শতাংশ বেশি দামে বিক্রিও করে ফেলেছে চ্যানেল তবে ক্রিকেটপ্রেমীদের বাড়তে থাকা আগ্রহে জল ঢেলে দিতে পারে বৃষ্টি। বিলেতের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রবিবার আকাশ মেঘলা থাকবে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টি নামার আশঙ্কা রয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বৃষ্টি হতে পারে ম্যাঞ্চেস্টারে। স্থানীয় সময় দুপুর দুটো পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বেলা ৩টে থেকে ফের বৃষ্টি হতে পারে ওল্ড ট্র্যাফোর্ডে। অর্থাৎ বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচ বৃষ্টির জন্য বিঘ্নিত হতেই পারে।

No comments