Header Ads

পরিবহের ছুটি মিলবে আগামী সপ্তাহের শুরুতেই, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ

নজরবন্দি ব্যুরো: বিপদ মুক্ত পরিবহ। আগামী সপ্তাহের প্রথম দিকে ছুটি মিলবে হাসপাতাল থেকে। শনিবার এমনটাই জানাল মল্লিকবাজারের ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সেস কর্তৃপক্ষ।
শনিবার দুপুরে হাসপাতালের পক্ষে চিকিত্সক প্রসেনজিৎ বর্ধন রায় জানান, সম্পূর্ণ সুস্থ হয়ে আছেন পরিবহ। তাঁর মাথার ক্ষত দ্রুত সেরে উঠছে। আজ তিনি স্বাভাবিক খাওয়াদাওয়া করছেন। কথাও বলছেন স্বাভাবিক ভাবে।

হাসপাতালের তরফে বলা হয়েছে, পরিবহর এখন সুস্থ আছে। দ্রুত সেরে উঠছেন তিনি।
ঘটনার আতঙ্ক কাটিয়ে উঠেছেন পরিবহ। সম্ভবত আগামী সপ্তাহের শুরুতেই তাঁর ক্ষতের সেলাই কাটা হবে। তার পর ছুটি মিলবে হাসপাতাল থেকে।
প্রসঙ্গত, গত ১০ জুন রাতে এনআরএস মেডিক্যাল কলেজে কর্তব্যরত জুনিয়র চিকিত্সক পরিবহ মুখোপাধ্যায়ের ওপর হামলা চালায় রোগীর বাড়ির লোকজন। এক রোগীর মৃত্যুর পর লরিতে করে এসে হাসপাতালের ভিতরেই চরম নিগ্রহ করা হয় তাঁকে। দুষ্কৃতীদের মারে পরিবহর খুলির হাড় ভাঙে। তার পর তাঁকে দ্রুত ভর্তি করা হয় ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেস-এ। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.