Header Ads

ডাক্তারদের ধন্যবাদ জানালেন মিমি! কেন জানেন?

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য জুড়ে চলছে ডাক্তারদের আন্দোলন। তা প্রতিদিন বাড়ছে একটু একটু করে, এনআরএস কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী শনিবার বিকেলে নবান্নে জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাকলেও সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাঁরা। এই আন্দোলন নিয়ে মুখ খুলেছেন সমাজের বিশিষ্ট জনেরা। আর এবার মুখ খুললেন সদ্য নির্বাচিত সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি সোশ্যাল মিডিয়ায় শনিবার বলেনঃ “পেটের সমস্যা এবং ১০৩ জ্বর নিয়ে গতকাল বিকেলে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম।
 আজ আমার একটা ফ্লাইট আছে। অনেক দূর যাব। সেটা বাতিল করতে হবে ভেবে প্যানিকও হচ্ছিল। প্রায় সব আশা যখন ছেড়ে দিয়েছি তখন ডাক্তারই আমাকে ঠিক ওষুধ এবং খাবার দিয়ে সুস্থ করেছেন। ফলে ট্রিপ ক্যানসেল করতে হয়নি। আমাদের সমাজে একটা ব্যালেন্স রয়েছে। প্রত্যেকেই প্রত্যেকের ওপর নির্ভরশীল। খুব তাড়াতাড়ি হয়তো অন্ধকার থেকে আলোর পথে যাব আমরা”। মিমির মতো হয়তো রাজ্য বাসিও চাইছেন এই অবস্থার ইতি হোক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.