Header Ads

তৃণমূলে ভাঙন চলছে, আইনজীবী-ল'ক্লার্কদের যোগদান বিজেপিতে।

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে এই রাজ্যে শক্তি বাড়িয়েছে মোদী বাহিনী। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন এই রাজ্যে একটিও আসন পাবে না বিজেপি, মুখ্যমন্ত্রীর সেই অনুমানকে ভুল প্রমাণ করে রাজ্যে ১৮ টি আসনে জয় পায় বিজেপি। পরাজিত হন তৃণমূলের হেভি-ওয়েট নেতারা। আর এর পর থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দানের লম্বা লাইন।
যা ভাবিয়ে তুলেছে তৃণমূল নেত্রীকে। এবার নতুন করে তৃণমূলের আইনজীবী সেলেও বড় ভাঙন।

এবার তৃণমূলের আইনজীবী সেলে থাবা বসাল বিজেপি। ১৭ জন আইনজীবী এবং ২৫ জন ল-ক্লার্ক তৃণমূল কংগ্রেস ছেড়ে শুক্রবার বিজেপিতে যোগদান করলেন। কলকাতার বুকে বিধাননগর বার অ্যাসোসিয়েশনের সদস্যদের যোগদানে জোর ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস।

এদিন বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের হাত ধরে তাঁরা বিজেপিতে নাম লেখালেন। দলত্যাগীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন শমীক-বাবু। এই যোগদান পর্বের পর বিজেপির দাবি, একসঙ্গে ১৭ জন কাউন্সিলর ও ২৫ জন ল-ক্লার্ক বিজেপিতে যোগ দেওয়ায় বার অ্যাসোসিয়েশনের ক্ষমতা হারাল তৃণমূল কংগ্রেস। শমীক ভট্টাচার্য দাবি, এবার বার অ্যাসোসিয়েশনে নির্বাচন হলেই হারবে তৃণমূল।
এই বার অ্যাসোসিয়েশনে তৃণমূল কংগ্রেসের পক্ষে সংখ্যা নেই। সংখ্যাগরিষ্ঠ সদস্যরা এখন বিজেপির সঙ্গ। বিজেপি বিধানগরের বিভিন্ন ক্ষেত্র ও প্রতিষ্ঠানে জাঁকিয়ে বসার চেষ্টা করছে। লোকসভার আগে থেকেই বিধাননগর পুরসভার মেয়রকে নিয়ে টানাপোড়েন চলছে। এরই মধ্যে বার অ্যাসোসিয়েশনের দখল খানিক শক্তি বাড়াল বিজেপির।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.