“আংরেজি মি়ডিয়াম” এর শুটিং শুরু করলেন ইরফান।
নজরবন্দি ব্যুরোঃ নিউরো এন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেতা ইরফান খান। লন্ডনে চিকিৎসা করিয়ে এই বছরের শুরুতেই দেশে ফিরেছেন অভিনেতা ইরফান খান। ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন পরবর্তী ছবি ‘আংরেজি মি়ডিয়াম’-এর শুটিংও। জয়পুরের শুটিং শেষ। এবার শুটিং হবে লন্ডনে। সেখানেই ইরফানের সঙ্গে শুটিং করবেন করিনা কাপুর খান।
ছবিতে তিনি অভিনয় করছেন একজন পুলিস আধিকারিকের চরিত্রে। এই প্রথম বার কোনও ছবিতে ইরফান এবং করিনাকে একসঙ্গে দেখা যাবে। ছবির পরিচালনার দায়িত্বে আছেন হোমি আদাজানিয়া। প্রযোজনা করছেন দিনেশ বিজন তাঁর ম্যাডক ফিল্মসের ব্যানারে। ছবিতে ইরফানের মেয়ের চরিত্রে অভিনয় করছেন রাধিকা মদন। আগামী বছর ২৪ এপ্রিল মুক্তি পাবে “আংরেজি মি়ডিয়াম”।
ছবিতে তিনি অভিনয় করছেন একজন পুলিস আধিকারিকের চরিত্রে। এই প্রথম বার কোনও ছবিতে ইরফান এবং করিনাকে একসঙ্গে দেখা যাবে। ছবির পরিচালনার দায়িত্বে আছেন হোমি আদাজানিয়া। প্রযোজনা করছেন দিনেশ বিজন তাঁর ম্যাডক ফিল্মসের ব্যানারে। ছবিতে ইরফানের মেয়ের চরিত্রে অভিনয় করছেন রাধিকা মদন। আগামী বছর ২৪ এপ্রিল মুক্তি পাবে “আংরেজি মি়ডিয়াম”।

No comments