Header Ads

মুখে কুকুরের মুখোশ, বুকে ঘেউ ঘেউ! ১০ই জুলাই পে-কমিশন অভিযান! #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ ডিএ, পে কমিশন, প্রাথমিক শিক্ষক দের পিআরটি স্কেল সব কিছু আটকে হাজার হাজার ক্লাব কে লক্ষ লক্ষ টাকা দিয়েছে মমতা সরকার। ফল মিলছিল ভালই, কিন্তু পাশা উলটে গেছে সাম্প্রতিক লোকসভা নির্বাচনে। রাজ্যের ৪২ টি আসনের ৪১টিতে সরকারি কর্মী শিক্ষকদের ভোটে হেরে গেছে তৃণমূল। দিন কয়েক আগে নবান্নে বিভিন্ন দফতরের ৫২ জন আধিকারিক কে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী।
আলোচনা হয় শিক্ষকদের দাবিদাওয়া, কর্মচারীদের বেতন, ডিএ এবং পে কমিশন নিয়েও। রিভিউ কমিটির বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায়  জানান‘ "চলতি বছরে ৫৬ হাজার কোটি টাকা দেনা শোধ করতে হবে তাঁর সরকার কে, তাও গত আট বছরে প্রচুর উন্নতি হয়েছে৷ কিন্তু, সবসময় এটা দাও, ওটা দাও করলে কী করে হবে? টাকা আসবে কোথা থেকে৷ বাম আমলের ডিএ আমাদের দিতে হচ্ছে৷"
ষষ্ঠ পে কমিশন ইস্যুতে তিনি বলেন, "আগে পে কমিশন রিপোর্ট দিক৷ ওই রিপোর্ট দেখে সাধ্যমত চেষ্টা করব৷" এই ইস্যু তে পে কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সম্পুর্ণ উলটো সুর শোনা গিয়েছিল তাঁর গলায়। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন "প্রথম তিন বার সরকারের কাছে সময় বাড়ানোর আবেদন করেছিল কমিশন।তারপর থেকে সরকারই কমিশনের সময় বাড়িয়ে চলেছে! "
সহজ কথায় রিপোর্ট পেশ করতে দিচ্ছেনা খোদ রাজ্য সরকার, অভিরূপ বাবু একথা মুখে না বললেও ইঙ্গিত ছিল সেদিকেই। এই অবস্থায় নবান্নে অভিরূপ সরকারকে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে ষষ্ঠ পে কমিশন নিয়ে বৈঠক হয় নবান্নে। বৈঠক শেষে জানা যায় মুখ্যমন্ত্রী দ্রুত রিপোর্ট তলব করেছেন। চেয়ারম্যান অভিরূপ সরকার জানিয়ে দেন তিনি খুব তাড়াতাড়ি রিপোর্ট পেশ করবেন মুখ্যমন্ত্রীর নিকট। সেদিন বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র ও স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও। প্রায় ১ ঘণ্টা রাজ্য সরকারি কর্মীদের বেতন কমিশন নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে।

কিন্তু এতেই মন গলছে না রাজ্যের সরকারি কর্মীদের। নজিরবিহীন আন্দোলনের ডাক দিয়েছে একাধিক সরকারি কর্মচারী সংগঠন।আগামী ১০ই জুলাই পে-কমিশন অভিযান করতে চলেছেন তাঁরা। জানা গেছে পে কমিশন অভিযানের দিন মুখে কুকুরের মুখোশ আর গলায় ঘেউ ঘেয় প্ল্যাকার্ড ঝুলিয়ে মিছিল করবেন তাঁরা।  জমায়েত হবে দুপুর ২টোয়। স্থান প্রাথমিক শিক্ষা পর্ষদ -আনন্দলোক হসপিটাল, করুণাময়ী। অভিনব মিছিলের ডাক দিয়েছেন সরকারি কর্মচারী পরিষদ- কনভেনর- দেবাশীষ শীল, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স এসোসিয়েশন, রাজ্য সভাপতি- পিন্টু পাড়ুই, এবং বিশ্ববিদ্যালয় পরিষদ কনভেনর, মন্মথ নাথ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.