মুখে কুকুরের মুখোশ, বুকে ঘেউ ঘেউ! ১০ই জুলাই পে-কমিশন অভিযান! #Exclusive
আলোচনা হয় শিক্ষকদের দাবিদাওয়া, কর্মচারীদের বেতন, ডিএ এবং পে কমিশন নিয়েও। রিভিউ কমিটির বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানান‘ "চলতি বছরে ৫৬ হাজার কোটি টাকা দেনা শোধ করতে হবে তাঁর সরকার কে, তাও গত আট বছরে প্রচুর উন্নতি হয়েছে৷ কিন্তু, সবসময় এটা দাও, ওটা দাও করলে কী করে হবে? টাকা আসবে কোথা থেকে৷ বাম আমলের ডিএ আমাদের দিতে হচ্ছে৷"
ষষ্ঠ পে কমিশন ইস্যুতে তিনি বলেন, "আগে পে কমিশন রিপোর্ট দিক৷ ওই রিপোর্ট দেখে সাধ্যমত চেষ্টা করব৷" এই ইস্যু তে পে কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সম্পুর্ণ উলটো সুর শোনা গিয়েছিল তাঁর গলায়। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন "প্রথম তিন বার সরকারের কাছে সময় বাড়ানোর আবেদন করেছিল কমিশন।তারপর থেকে সরকারই কমিশনের সময় বাড়িয়ে চলেছে! "
কিন্তু এতেই মন গলছে না রাজ্যের সরকারি কর্মীদের। নজিরবিহীন আন্দোলনের ডাক দিয়েছে একাধিক সরকারি কর্মচারী সংগঠন।আগামী ১০ই জুলাই পে-কমিশন অভিযান করতে চলেছেন তাঁরা। জানা গেছে পে কমিশন অভিযানের দিন মুখে কুকুরের মুখোশ আর গলায় ঘেউ ঘেয় প্ল্যাকার্ড ঝুলিয়ে মিছিল করবেন তাঁরা। জমায়েত হবে দুপুর ২টোয়। স্থান প্রাথমিক শিক্ষা পর্ষদ -আনন্দলোক হসপিটাল, করুণাময়ী। অভিনব মিছিলের ডাক দিয়েছেন সরকারি কর্মচারী পরিষদ- কনভেনর- দেবাশীষ শীল, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স এসোসিয়েশন, রাজ্য সভাপতি- পিন্টু পাড়ুই, এবং বিশ্ববিদ্যালয় পরিষদ কনভেনর, মন্মথ নাথ।

No comments