Header Ads

মধ্যস্থতাকারী হিসেবে আমরা ব্যর্থ,যা করার এবার সরকার করবে: সুকুমার মুখোপাধ্যায়

নজরবন্দি ব্যুরো: অচলাবস্থার পঞ্চম দিনেও এখনও পর্যন্ত মিলল না কোনও সমাধান-সূত্র। এনআরএস কাণ্ডে রফা খুঁজতে আজই সিনিয়র চিকিৎসকদের নবান্নে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কিন্তু শেষপর্যন্ত এই বৈঠকে কোন রাফাসূত্র খুঁজে পাওয়া যায় নি। মধ্যস্থতায় নারাজ, এই কথাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। নবান্নে মুখ্যসচিব মলয় দের সঙ্গে বৈঠক করেছিলেন সিনিয়র চিকিৎসকরা কিন্তু সেই বৈঠকে কোনও রফাসূত্র পাওয়া যায়নি।

আজ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন তাঁদের কোনও প্রতিনিধি নবান্নে যাবে না।
মুখ্যমন্ত্রীকেই নীলরতন সরকার হাসপাতালে গিয়ে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনা করতে হবে। তাঁদের দাবিগুলি শুনে তার সমাধান করতে হবে।

বৈঠকে কোনও সমাধান পাওয়া গেল না।"মধ্যস্থতাকারী হিসেবে আমরা আজ ব্যর্থ। জুনিয়রদের আমরা নবান্নে আনতে পারিনি, যা করার এবার সরকার করবে"-জানালেন চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.