Header Ads

আজ ম্যাঞ্চেস্টারে ভারত-পাক মহা ম্যাচে ভিলেন হতে পারে বৃষ্টি!

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার দীর্ঘ অপেক্ষার পর বৃষ্টির কারণে নটিংহ্যামে ভারত-কিউয়ি ম্যাচ বাতিল হয়েছিল। রবিবার ভারত-পাক ম্যাচেও বাধা হতে পারে বৃষ্টি।আবহাওয়া দফতরের এমনই পূর্বাভাস।ম্যাঞ্চেস্টারের আকাশে ঘন কালো মেঘ জমেছে। এই কারণে পিচ পুরোপুরি ঢেকে রাখা হয়েছে। স্থানীয় সময় ম্যাচ শুরু সকাল ১০.৩০ মিনিটে(ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩টে)।স্থানীয় সময় অনুযায়ী, দুপুর ১২টা(ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৪.৩০ মি) থেকে দুপুর ১টা (ভারতীয় সময় বিকেল ৫.৩০মি) পর্যন্ত বৃষ্টি হতে পারে।
 এই বিশ্বকাপে বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে চার চারটি ম্যাচ। ভারত-নিউজল্যান্ড ম্যাচ ছাড়াও শ্রীলঙ্কা-বাংলাদেশ, শ্রীলঙ্কা-পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। সব মিলিয়ে বিশ্বকাপে এবার রেকর্ড পরিমাণ চারটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। প্রসঙ্গত আজ থেকে ২০ বছর আগে এই মাঠেই বিশ্বকাপ ম্যাচে আজহারউদ্দিনের ভারতীয় দল পাকিস্তানকে ৪৭ রানে হারিয়েছিল। তাহলে এবার কি কোহেলির ভারত পারবে সেই রেকর্ড ধরে রাখতে? না বৃষ্টিই চরম বাধা হয়ে দাঁড়াবে হারা জেতার মাঝে? এই প্রশ্ন ঘুরেছে ক্রিকেট প্রেমীদের মধ্যে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.