খুন খানাকুলের দাপুটে তৃণমূল নেতা! অভিযোগের তির বিজেপির দিকে
নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার খবর পাওয়া যাচ্ছে। কোথাও খুন হয়েছেন বিরোধী দলের সমর্থক, আবার কোথাও শাসক দলের নেতা কিংবা সমর্থক।
এবার দলীয় কার্যালয়ের সামনে খুন হলেন খানাকুল ২ পঞ্চায়েত সমিতির সদস্য ও এলাকার দাপুটে তৃণমূল নেতা মনোরঞ্জন পাত্র (৫৬)। লাঠি, বাঁশ, রড দিয়ে তাঁকে পিটিয়ে মারা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরাই এই খুনের সঙ্গে যুক্ত আছেন।
এই ঘটনাটি ঘটেছে খানাকুল থানার হরিশ্চক গ্রামে।
খবর পেয়েই উত্তরপাড়া থেকে খানাকুলে রওনা দেন আরামবাগের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা দিলীপ যাদব। তাঁর অভিযোগ, বিজেপি আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা বাইকে চেপে এসে খুন করেছে মনোরঞ্জন বাবুকে।
স্থানীয় সূত্রে খবর, এ দিন পার্টি অফিসের সামনে মনোরঞ্জন বাবুকে ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী।
লাঠি, বাঁশ দিয়ে তাঁকে এলোপাথাড়ি মারতে শুরু করে। চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে-গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। তবে পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
এবার দলীয় কার্যালয়ের সামনে খুন হলেন খানাকুল ২ পঞ্চায়েত সমিতির সদস্য ও এলাকার দাপুটে তৃণমূল নেতা মনোরঞ্জন পাত্র (৫৬)। লাঠি, বাঁশ, রড দিয়ে তাঁকে পিটিয়ে মারা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরাই এই খুনের সঙ্গে যুক্ত আছেন।
এই ঘটনাটি ঘটেছে খানাকুল থানার হরিশ্চক গ্রামে।
খবর পেয়েই উত্তরপাড়া থেকে খানাকুলে রওনা দেন আরামবাগের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা দিলীপ যাদব। তাঁর অভিযোগ, বিজেপি আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা বাইকে চেপে এসে খুন করেছে মনোরঞ্জন বাবুকে।
স্থানীয় সূত্রে খবর, এ দিন পার্টি অফিসের সামনে মনোরঞ্জন বাবুকে ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী।
এই ঘটনার পরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। তবে পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

No comments