Header Ads

মুকুল রায়ের হাত ধরে আরও এক পুরসভা বিজেপির দখলে!

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে হারের মুখ দেখেছে তৃণমূল কংগ্রেস। আর তার পরেই নিজের হাতে সংগঠন মেরামতের দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে দলের কর্মীদের মনোবল বাড়াতে বিজেপির সংগঠন ভাঙার হুঙ্কার দিয়েছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু বাস্তবে দেখা গেল তার বিপরীত চিত্র।
একাধিক তৃণমূলের কাউন্সিলর নাম লেখালেন গেরুয়া শিবিরে।

এবার বিজেপিতে যোগ দিলেন হরিণঘাটা পুরসভার নয় কাউন্সিলর। ফলে আরও এক পুরসভা বিজেপির দখলে। শুক্রবার উত্তর ২৪ পরগণার বীজপুরের মিলন নগর আদর্শ সংঘের মাঠে কর্মী সভা করেন মুখ্যমন্ত্রী। তারপরের দিন শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগণার কাঁচরাপাড়ার আদর্শ সংঘের মাঠে তৃণমূলের পাল্টা জনসভা করে গেরুয়া শিবির। সেই জনসভায় উপস্থিত ছিলেন মুকুল রায়, বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং, মুকুল পুত্র শুভ্রাংশু রায় সহ উত্তর ২৪ পরগণা জেলার বিজেপির শীর্ষ নেতৃত্বরা। এছাড়াও জনসভায় হাজির ছিলেন নদিয়ার হরিণঘাটা পুরসভার নয় জন তৃণমূল কাউন্সিলর।
তাদের দলে অন্তর্ভুক্ত করেন মুকুল রায়।
এছাড়াও এই মঞ্চে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখান কাঁচরাপাড়া পুরসভার বর্তমান পৌরপ্রধান সুদামা রায়।
মুকুল রায় বলেন, "হরিণঘাটা পুরসভার ১৭ জন তৃণমূল কাউন্সিলর ছিল। তাদের মধ্যে নয় জন বিজেপিতে নাম লিখিয়েছে। ফলে এই পুরসভা এখন বিজেপির দখলে চলে আসল। আগামী দুই একদিনের মধ্যে আরও বেশ কয়েকটা পুরসভা বিজেপির দখলে চলে আসবে।" 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.