৫ বছরের মধ্যে দেশের অর্থনীতির মাপ ৫ লক্ষ কোটি ডলারে নিয়ে যাবার লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী।
নজরবন্দি ব্যুরোঃ পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতির মাপ ৫ লক্ষ কোটি ডলারে (প্রায় ৩৪৫ লক্ষ কোটি টাকা) নিয়ে যাওয়া। শনিবার নিজের সরকারের দ্বিতীয় ইনিংসে নীতি আয়োগের প্রথম বৈঠকে রাজ্যগুলির সামনে এই লক্ষ্যই বেঁধে দিতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার জন্য জোর দিতে বললেন মূলত দু'টি বিষয়ের উপরে। এক, একেবারে জেলা স্তর থেকে অভ্যন্তরীণ উত্পাবদন বাড়ানোয় জোর দেওয়া। আর দুই, পাখির চোখ করা রফতানিকে। যে কারণে সমস্ত রাজ্যকে এ বার নিজেদের রফতানির লক্ষ্যমাত্রা দ্বিগুণ করার পরামর্শ দিয়েছেন তিনি।প্রধানমন্ত্রী জানান, ক্ষমতায়ন এবং সহজ জীবনযাপন সকল ভারতীয়ের জন্য ব্যবস্থা করা হচ্ছে।
মহাত্মা গান্ধীর ১৫০ বছরে যে লক্ষ্য ধরা হয়েছিল তা আগামী ২অক্টোবর সম্পন্ন করা উচিত এবং ২০২২ সালে ৭৫ বছরের স্বাধীনতায় সেই লক্ষ্য পূরণের জন্য তা কাজ শুরু করা উচিত।
মোদী জোর দিতে চান যাতে যৌথ দায়িত্বে নজর দিয়ে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণ হয়। দেশের বিভিন্ন স্থানে যেভাবে খরার মুখোমুখি হতে হচ্ছে তারজন্য কৌশলী পদক্ষেপ নিতে চান যাতে প্রতি জলবিন্দু থেকে বেশি ফসল ফলানো যায়। প্রধানমন্ত্রী জানান, নতুন জল শক্তিমন্ত্রক গড়ে জল সমন্বিত পদ্ধতির মাধ্যমে সহায়তা করা হবে এবং রাজ্যগুলি নানা রকম সমন্বয় পদ্ধতির মাধ্যমে জল সংরক্ষণ ব্যবস্থাপনা করবে ।

No comments