Header Ads

"অনৈতিক বদলি নয়, PRT স্কেল চাই," ২৪শে আবার শিক্ষক বিদ্রোহ তিলোত্তমায়।

নজরবন্দি ব্যুরোঃ পশ্চিমবঙ্গে সরকারী কর্মচারীদের বঞ্চনার শেষ নেই। আর সেই বঞ্চনার প্রতিবাদে মুখরিত সরকারী কর্মচারীদের আন্দোলনেরও শেষ নেই। বিগত প্রায় এক বছরে এই রাজ্য স্বাক্ষী থেকেছে একাধিক সরকারী কর্মচারী আন্দোলনের। যার প্রভাব এ বছর লোকসভা নির্বাচনে বিলক্ষণ চোখে পড়েছে। আর এই সমস্ত সরকারী কর্মচারীদের আন্দোলনে প্রায় শীর্ষ ভূমিকা নিয়েছে প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন।
যারা দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে তাদের বেতন বঞ্চনার বিরুদ্ধে, অর্থাৎ সর্বভারতীয় যোগ্যতা অনুযায়ী সঠিক বেতন কাঠামোর দাবীতে। সেই আন্দোলন দমন করতে শাসক দলের নিপীরণেরও শেষ নেই। ধমকানো, চমকানো ভয় দেখানো, অনৈতিক বদলী সহ সমস্ত পন্থা অবলম্বন করে চলেছে শাসকদল। এতো দমননীতি স্বত্বেও দমানো যায় নি শিক্ষকদের। কিছুদিন আগে থেকেই তারা অনৈতিক বদলীপ্রাপ্ত শিক্ষকদের ঘরে ফেরানোর দাবীতে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন দিতে শুরু করেছে। দেখা করেছে শিক্ষামন্ত্রীর সঙ্গেও। যে সরকারী মদতপুষ্ট শিক্ষক নেতার অঙ্গুলিহেলনে ৬০০ কিমি দূরে শিক্ষকদের অনৈতিক বদলী করানো হয়, তার বাড়ির সামনে গিয়েও বিক্ষোভ দেখান কয়েক হাজার প্রাথমিক শিক্ষক।
সেই শিক্ষকনেতা এই বিক্ষোভ মিছিলের পাল্টা বিক্ষোভ মিছিল করে কিছুদিন আগে বলেন, "এন্টি গভমেন্ট কাজের জন্য ট্রান্সফার করা হয়েছে শিক্ষকদের।" প্রশ্ন উঠেছে এই কথা নিয়েই। একটি গণতান্ত্রিক দেশে ন্যায্য অধিকার এর দাবীতে পথে নামা ও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা কি "এন্টি গভমেন্ট কাজ" হতে পারে? প্রশ্ন উঠেছে সর্বস্তরে। যাই হোক  প্রাথমিক শিক্ষকরা যে নাছোড়বান্দা মনোভাব নিয়েছে তা বলাই বাহুল্য। আই শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে আবার আন্দোলনে নামছেন তাঁরা। আগামী ২৪শে জুন প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে মহানগরের বুকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। কয়েক হাজার প্রাথমিক শিক্ষক এই মিছিলে অংশ নেবেন বলে খবর। মূলত দুটি দাবিকে সামনে রেখে এই মিছিলের আয়োজন। প্রথমত, যোগ্যতা অনুযায়ী বেতন অর্থাৎ পিআরটি স্কেল চাই এবং দ্বিতীয়ত, কোন অনৈতিক ট্রান্সফার চলবে না। মিছিল হবে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমনি রোড পর্যন্ত।
প্রসঙ্গত, জেলায় জেলায় অনৈতিক ভাবে বদলি করে দেওয়া শিক্ষকদের পুনরায় পুরোনো যায়গায় ফিরিয়ে আনা হতে পারে বলে আশা করছেন শিক্ষকরা। বদলি নিয়ে ইউইউপিটিডাব্লুএ জেলায় জেলায় বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচী চালিয়ে আসছে বেশ কিছুদিন ধরে। ২৪শে-র মিছিলে তাই পিআরটি স্কেলের পাশাপাশি অনৈতিক বদলি ইস্যু নিয়েও আবার সুর চড়াবে উস্থি। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.