Header Ads

শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগ, নামের পাশে নম্বর উল্লেখ না করা নিয়ে বিতর্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ নিয়ে ফের দুর্নীতির অভিযোগ। কিছু নাম পরপর লিখলে সেটাকে আমরা তালিকা বলি। কিন্তু নম্বর বাদ দিয়ে চাকরি-প্রার্থীদের নাম লিখে দিলেই কি সেটাকে মেধা-তালিকা বলা হবে?

বিতর্ক এবার কলেজে শিক্ষক নিয়োগের মেধা-তালিকাকে ঘিরে।
তাতে নাম লেখা আছে পরপর। কিন্তু কোন নম্বরের ভিত্তিতে সেই তালিকা তৈরি হয়েছে, তার উল্লেখ নেই। কেন নম্বর এড়িয়ে মেধা-তালিকা প্রকাশ করা হল, তা নিয়েও প্রশ্ন উঠছে কলেজ সার্ভিস কমিশনের  বিরুদ্ধে। মেধা-তালিকায় নম্বর না দেওয়াটাকে অস্বচ্ছতার প্রমাণ হিসেবে তুলে ধরছে পরীক্ষার্থীদের একটা বড় অংশ।

এ বার কলেজ-শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশের পর থেকেই বহু অভিযোগ উঠছে।
কোথাও ভূগোলের স্নাতককে ইতিহাসের শিক্ষক হিসেবে নিয়োগের তালিকায় রাখা হয়েছে। আবার নৃতত্ত্বে স্নাতক না-হয়েও শুধু স্নাতকোত্তর ডিগ্রিধারী ঠাঁই পেয়েছেন নিয়োগ-তালিকার উপরের দিকে।

শিক্ষা মহলের অনেকেই বলছেন, ইন্টারভিউয়ে শিক্ষাগত যোগ্যতা, নেট বা সেট পাশ, এমফিল বা পিএইচ ডি, গবেষণাপত্র প্রকাশ এবং মৌখিক প্রশ্নোত্তর মিলিয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়। ২৫ নম্বর থাকে মৌখিক প্রশ্নোত্তরে। প্রশ্ন, যাঁরা মাধ্যমিক থেকে পিএইচ ডি পর্যন্ত ধারাবাহিক ভাল ফল করেছেন, তাঁরা কি মৌখিক প্রশ্নোত্তরে কিছুই পারেননি? এমন অনেকেই নিয়োগ-তালিকায় ঠাঁই পাননি বলে অভিযোগ। প্রশ্ন উঠেছে, গরমিল এড়াতেই কি মেধা-তালিকার পাশে নম্বর লেখা হয় নি। কমিশনের তরফে এই নিয়ে এখনও পর্যন্ত কোনও উত্তর পাওয়া যায় নি। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.