Header Ads

হাসপাতালের সুরক্ষার জন্য নির্দেশিকা জারী করলো সরকার। দেখুন সে গুলি কি কি।

নজরবন্দি ব্যুরোঃ এনআরএস কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি থেকে কেন্দ্রীয় রাজনীতি। রাজ্যের স্বাস্য্য় ব্যবস্থা ভেঙে পরারা মুখে। ডাক্তারদের গণ ইস্তফা রাজ্য জুড়ে। তাঁদের দাবী ডাক্তারদের নিরাপত্তা নেই,এই নিয়ে চলছে আন্দোলন। গতকাল মুখ্যমন্ত্রী রাজ্যের হাসপাতাল গুলির নিরাপত্তার জন্য বেশ কিছু নির্দেশিকা জারী করলেন। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, এমএসভিপি-‌দের কাছে সেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখুন কী কী নির্দেশিকা পাঠিয়েছে রাজ্য সরকার।
 ১। পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্তারা প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন। এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা। ২। হাসপাতালে চিকিত্সাসধীন রোগীদের দেখার সময়সীমা নির্দিষ্ট হবে। কতজন দেখা করতে পারবেন তা দু'‌সপ্তাহের মধ্যে ঠিক করা হবে। দেখা হবে নির্দেশিকা ঠিকমতো মানা হচ্ছে কিনা। ৩। সিনিয়র পুলিশ কর্তাদের নির্দেশে কাজ করবে হাসপাতালে নিযুক্ত বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষীরা। ৪। নিরাপত্তা নিয়ে সমস্যা তৈরি হলে হাসপাতালে অবস্থিত ফাঁড়ি, পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।
 ৫। সব মেডিক্যাল কলেজে প্রতিটি জায়গায় সিসি ক্যামেরা বসবে। ৬। প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নির্দিষ্ট জায়গায় নিরাপত্তা নিয়ে অভিযোগ জানানো যাবে। ৭। হটলাইন, অ্যালার্ম ব্যবস্থা চালু হবে। নিয়মিত মক ড্রিল হবে। ৮। হাসপাতালে কত বেসরকারি নিরাপত্তা রক্ষী?‌ ঠিক করবে স্বাস্থ্য দপ্তর। ৯। নিরাপত্তা নিয়ে প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ নেওয়া হবে। ১০। সিদ্ধান্ত অনুযায়ী কতটা কাজ হল, দু'‌সপ্তাহের মধ্যে তা পর্যালোচনা হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.