মুক্তিতে মানুষের মনে জায়গা করে নিল "Generation - Y Be controlled" ছবির টিজার।
নজরবন্দি ব্যুরোঃ সম্পর্কে বাঁধনের নতুন গল্পের উন্মোচন "Generation - Y Be controlled"। বাংলা ছবির পরিচালক সুব্রত শমা'র নতুন ছবির নতুন গল্পের সূচনা ঘটলো এই সিনেমাতে। ছবিটি মুক্তি পাবে L.R.P Entertainment এর প্রযোজনাতে। ছবির টিজার পোস্টার মুক্তির পরে মানুষের মাঝে নানারকম গুঞ্জন শোনা গিয়েছিল। ছবির গল্প নিয়ে মানুষের মাঝে হইচইটা ছিল পাহারসম। আর এবারে সেই আকাঙ্কাটা আরো বেড়ে গেল ছবির টিজার মুক্তির পর।
ধরা পরলো টিজারে জীবনের নানা ঘাতপ্রতিঘাতের সুর। নবাগত বিক্রম দাস ও নবাগতা অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা কে বেশ ভালো লেগেছে মানুষের। সাথে টিজারে সবার নজর কেরেছে অভিনেত্রী রিয়াংকা ঘোষাল। ছবির টিজারে একটি ভিন্ন চরিত্রে দেখা গেল অভিনেতা সাহেব হালদার কে। ছবির টিজার মুক্তির পরে ইতিমধ্যে মানুষের মাঝে নানা জল্পনা শুরু হয়েছে ছবির গল্প নিয়ে। দেখে নিন ছবির অফিসিয়াল টিজার।
ধরা পরলো টিজারে জীবনের নানা ঘাতপ্রতিঘাতের সুর। নবাগত বিক্রম দাস ও নবাগতা অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা কে বেশ ভালো লেগেছে মানুষের। সাথে টিজারে সবার নজর কেরেছে অভিনেত্রী রিয়াংকা ঘোষাল। ছবির টিজারে একটি ভিন্ন চরিত্রে দেখা গেল অভিনেতা সাহেব হালদার কে। ছবির টিজার মুক্তির পরে ইতিমধ্যে মানুষের মাঝে নানা জল্পনা শুরু হয়েছে ছবির গল্প নিয়ে। দেখে নিন ছবির অফিসিয়াল টিজার।

No comments