Header Ads

এবারও হল না! বিশ্বকাপের রেকর্ড অক্ষুন্ন রেখে ৮৯ রানে জিতল ভারত।

নজরবন্দি ব্যুরোঃ ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রান তুলেছে ভারত। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে নিজের ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি করে ফেললেন রোহিত শর্মা। এই ম্যাচে হিটম্যানের করা ১৪০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে সর্বোচ্চ। আবার কেএল রাহুলের সঙ্গে রোহিতের ১৩৬ রানের ওপেনিং পার্টনারশিপ এখনও পর্যন্ত বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ। ৬২ বলে ৭১ রান করছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। পাকিস্তানের বোলারদের পাশাপাশি এদিন ফিল্ডিংয়েও চরম ব্যর্থ।
 পাক বোলারদের মধ্যে একমাত্র সফলতম মহম্মদ আমির। ৮ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট দখল করেন তিনি। সবথেকে খরুচে বোলিং করেছেন হাসান আলি। ৯ ওভারে তিনি বিলিয়েছেন ৮৪ রান।ভারত স্পষ্টতই ফেভারিট হলেও পাকিস্তানকে যে কোনওরকম শিথিলতার সুযোগ দেবে না ভারত, তা আগেই সাংবাদিক সম্মেলনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোহলি। এই দিন দ্বিতীয় বারের জন্য খেলা বন্ধ হয় বৃষ্টির জন্য। তার পর আবার শুরু হয়। এবং টার্গেট হয় ৪০ ওভারে ৩০২। বৃষ্টির আগেই পাকিস্তানের ৬ উইকেট পরে যায়। অবশেষে ২১২ রান করতে পারে তারা আর ভারত যেতে ৮৯ রানে। ম্যাচের সেরা রোহিত শর্মা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.