Header Ads

হ্যামস্ট্রিংয়ে চোট ভুবনেশ্বর কুমারের। চিন্তাই ভারতীয় থিংক ট্যাঙ্ক।

নজরবন্দি ব্যুরোঃ ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীনই ভারতীয় দলের জন্য চিন্তার খবর । হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে এদিন মাঠের বাইরে চলে যেতে হয় ভুবনেশ্বর কুমারকে । বাকী ম্যাচে আর বল করতে পারেননি তিনি । মাত্র ২.৪ ওভারই এদিন বল করতে পেরেছিলেন ভুবি ।স্বাভাবিক ভাবেই ধাওয়ানের চোটের পর ভুবনেশ্বরের চোটে উদ্বেগ ভারতীয় শিবিরে।
 সূত্রের খব, পাকিস্তান ম্যাচে ভুবির পক্ষে আর মাঠে নামা সম্ভব নয়। তৃতীয় ওভারের চতুর্থ ডেলিভারির পরে বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যাথা অনুভব করেন ভুবনেশ্বর। পরিবর্ত হিসেবে ওভার সম্পূর্ণ করার দায়িত্ব বর্তায় বিশ্বকাপে অভিষেককারী বিজয় শঙ্করের উপর। তবে এক্ষেত্রে শাপে বর হয়ে দেখা দেন শঙ্কর। বিশ্বকাপ অভিষেকে বল হাতে এসেই মাইলস্টোন স্পর্শ করেন তিনি। প্রথম ভারতীয় এবং বিশ্বের নবম বোলার হিসেবে বিশ্বকাপ অভিষেকের প্রথম বলেই উইকেট তুলে নেন তিনি। ভুবির চোট কতটা গুরুতর, সেটা অবশ্য এখনও জানা যায়নি..
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.