Header Ads

গরম থেকে এখনই স্বস্তি মিলবেনা কোলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীর

নজরবন্দি ব্যুরোঃ গরম থেকে এখনই স্বস্তি পাওয়ার মতো কোনও খবর নেই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার দক্ষিণবঙ্গের ৯ জেলায় তাপপ্রবাহ হবে। সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বরং বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের পাঁচ জেলায়। তাপপ্রবাহ হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়।
বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং-সহ উত্তরের পাঁচ জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যে বর্ষা এসে গিয়েছে।তবে উত্তর বঙ্গে। কিন্তু কবে আসবে বর্ষা? হাওয়া অফিসের মত অনুসারে আগামী ৪-৫ দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। যার হাত ধরেই দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা। সব কিছু ঠিক থাকলে ঝেঁপে বৃষ্টি নামার কথা। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.