Header Ads

কে বলেছিল আপনাকে ইমাম ভাতা দিতে? বিধানসভায় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন কংগ্রেস বিধায়কের।

নজরবন্দি ব্যুরো: রাজ্যে বিজেপির উত্থানের কারণ নিয়ে তৃণমূলের সঙ্গে বাম ও কংগ্রেসের বিতর্ক নতুন কিছু ঘটনা নয়। বুধবার সেই বিতর্কিত বিষয়ে উত্তাল হল বিধানসভা। বিজেপির উত্থানের দায় এড়ানোর মরিয়া চেষ্টা করল শাসক দল তৃণমূল কংগ্রেস।
আর পাল্টা আক্রমণে সুর চড়ালেন বিরোধীরাও। এরই মধ্যে ফরাক্কার কংগ্রেসি বিধায়ক মইনুল হক মুখ্যমন্ত্রীকে তাঁর সরাসরি প্রশ্ন,'আপনাকে কে বলেছিল ইমামভাতা দিতে?'

আজ, বুধবার বিধানসভার অধিবেশনে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সুযোগে ধর্মীয় মেরুকরণ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো চেপে ধরেন মইনুল সাহেব। শাসকদলের বিরুদ্ধে তাঁর সরাসরি অভিযোগ, 'আপনারাই পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণ করেছেন।
কে বলেছিল আপনাকে ইমাম ভাতা দিতে? কেন রেড রোডে ঈদের জামাতে গিয়েছিলেন আপনি? কোনও মহিলা ওখানে যান না। পাপ বাপকেও ছেড়ে কথা বলে না।'

এদিন বিধানসভায় তৃণমূল সরকারের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ অস্বীকার করে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "আমরা কাউকে তোষণ করি না। দক্ষিণেশ্বর, তারকেশ্বর মন্দিরের প্রভূত উন্নয়ন করেছে এই সরকারের সময়। কালীঘাট মন্দিরের সামনে স্কাইওয়াক তৈরি করা হবে।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.