Header Ads

জিডি বিড়লার পর আবার এক অভিজাত স্কুলের ছাত্রীর আত্মহত্যার চেষ্টা!

নজরবন্দি ব্যুরোঃ জিডি বিড়লা স্কুলে ছাত্রীর আত্মহত্যার পর এবার বালিগঞ্জের অভিজাত স্কুলে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা। ব্লেড দিয়ে বা হাতের কবজির ওপর কেটে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী। কিন্তু স্কুল কর্তৃপক্ষের তত্পরতায় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এছাড়াও ওই একই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীর ব্যাগ থেকে ৫ টি ব্লেড উদ্ধার করা হয়েছে। স্কুলের একেবারে শেষের দিকের পিরিওডে হঠাত্ই ছাত্রীটি ক্লাস থেকে বেরিয়ে যায়।
শৌচাগারের মধ্যে ঢুকে ছিটকানি দেওয়ার চেষ্টা করে। তার মধ্যেই বা হাতের কবজির ওপর ব্লেড দিয়ে কয়েকবার চিরে দেয়। স্কুলের শৌচাগারের কর্মী খানিকটা সতর্ক থাকায়, তিনিই দরজা বন্ধ করতে বাধা দেন। শৌচাগার থেকে রক্তাক্ত অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করা হয়। কিন্তু কেন এই ঘটনা ঘটাল ছাত্রী, তা এখনও জানা সম্ভব হয় নি। তবে তার সঙ্গে কথা বলা হয়েছে এই ব্যাপারে। ছাত্রীটির সহপাঠিদের অনেকেরই অনুমান হোয়াটস অ্যাপের স্ট্যাটাস দেওয়ার জন্যই এমনটা ঘটিয়েছিল ছাত্রীটি। কিন্তু স্কুলের কথায় অবসাদে ভুগছিল সে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.