Header Ads

সিপিআই(এম) কুকুরের দল! মাত্রা ছাড়ালেন ব্রাত্য বসু।

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে রাজ্যে ভাল ফল করেছে বিজেপি। ১৮ টি আসন জিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বেশ চাপে ফেলেছে তারা। এর পাশাপাশি এই নির্বাচনে প্রায় নিশ্চিহ্ন হবার মুখে এসে দাঁড়িয়েছে সিপিআই(এম) তথা বামফ্রন্ট। বামেদের ভোটের একটা বড় অংশ গিয়েছে বিজেপিতে। বামেদের ভোট কমতে কমতে এখন এসে দাঁড়িয়েছে  ৬% এর একটু বেশি।
বামেদের এই দুর্দিনে বাম নেতা ও সমর্থকদের তীব্র ভাষায় আক্রমণ করলেন শাসক দলের বিধায়ক ব্রাত্য বসু।

সিপিআই(এম)-কে কুকুরের দল ও নেতা কর্মীদের কুকুর বলে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক ব্রাত্য বসু। তাঁর বক্তব্য,  সিপিআই(এম) নেতা কর্মীরাই রাজ্যে সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করেছে। দমদমের ফোয়ারা মোড়ে ক্লাব সমন্বয় সমিতির অনুষ্ঠানে এই বিতর্কিত মন্তব্য করেন ব্রাত্য বসু।

গতকাল মন্ত্রী ব্রাত্য বসু বলেন, "সিপিআই(এম) ডাল কুত্তার দল। আজকে গলায় গেরুয়া কাপড় পরে পাড়ায় পাড়ায় সন্ত্রাস চালানোর চেষ্টা করছে। সিপিআই(এম)-এর ডাল কুত্তাদের আপনারা অনুগ্রহ করে ক্ষমা করবেন না। আপনারা জেনে রাখবেন, পশ্চিমবঙ্গের শান্তিময় এবং যে সাংস্কৃতিক পরিবেশ আছে তারা তা অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। আগামী দিনে মানুষ তাদের ক্ষমা করবে না।
একটা ভোটে খারাপ রেজাল্ট হয়। গণতন্ত্রের জয় পরাজয় আছে এটা আমাদের সমান স্পিরিটে নিতে হবে। জয় পরাজয় আমাদের শিক্ষা দেবে।"

ব্রাত্য বসুর মন্তব্যের কড়া সমালোচনা করেছে সিপিআই(এম)। উত্তর দমদমের  সিপিআই(এম) বিধায়ক তন্ময় ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, " ব্রাত্য আমার বন্ধু, এই রুচি বোধটা ওর কাছ থেকে আমি প্রত্যাশা করিনি। ব্রাত্যর বাবা প্রয়াত শ্রদ্ধেয় বিষ্ণু বসুও সারাজীবন সিপিআই(এম) করেছেন।" সেই নিয়ে ব্রাত্য কি বলবেন বলে প্রশ্ন তোলেন এই সিপিআই(এম) বিধায়ক। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.