Header Ads

সাংবাদিককে মারধর! ফের বিপাকে পড়লেন সলমন

নজরবন্দি ব্যুরোঃ ফের বিপাকে পড়লেন সলমন খান । মুম্বইয়ের এক টিভি সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠল সলমনের বিরুদ্ধে । শুধু তাই নয়, সলমনের নামে আদালতে দায়ের হল মামলায়। ঘটনাটি ঘটেছে ২৪ এপ্রিল । অশোক পান্ডে নামে মুম্বইয়ের একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক পুলিসকে জানিয়েছেন, গত ২৪ এপ্রিল ভোরে সলমন খানকে রাস্তায় সাইকেল চালাতে দেখেন তিনি। সেসময় তিনি নিজে গাড়িতে যাচ্ছিলেন।
অভিনেতাকে সাইকেল চালাতে দেখে তিনি তাঁর দেহরক্ষীদের অনুমতি নিয়েই মোবাইলে ভিডিও করতে শুরু করেন। সলমন খান সেটা দেখতে পেয়ে অত্যন্ত রেগে যান এবং সাংবাদিকের দিকে তেড়ে আসেন। অকথ্য ভাষায় সাংবাদিককে আক্রমণ করার পর মারধরও করেন বলে অভিযোগ। সলমনের এই কাজে সামিল হয়েছিলেন তাঁর দুই দেহরক্ষীও। অভিযোগ সলমন খান সাংবাদিকের হাত থেকে মোবাইলও কেড়ে নিয়েছিলেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.