১জুলাই থেকে হোয়াটসঅ্যাপ আনছে বড় পরিবর্তন। জানুন কি?
নজরবন্দি ব্যুরোঃ ১জুলাই ২০১৯ থেকে ইউন্ডোস স্টোর থেকে হোয়াটসঅ্যাপ সরে যাবে সারা বিশ্বের ০.২৪ শতাংশ মানুষ ইউন্ডোজ অপারেটিং ফোন ব্যাবহার করেন
সম্প্রতি ইন্সট্যান্ট মেসেঞ্জিং অ্যাও হোয়াটসঅ্যাপ তাদের কিছু ইউজার্সদের জন্য একটি খবর নিয়ে এসেছে। খবরটি অবশ্য ইউজার্সদের নিরাশা করবে।
রিপোর্ট অনুসারে কোম্পানি তাদের FAQ সাপোর্টের বিষয়ে এখানে বলেছে যে অ্যান্ড্রয়েড ভার্সান ২,৩,৭ আর এর আগের অপারেটিং সিস্টেম, iOS ৭ আর এর পুরনো অপারেটিং সিস্টমের আইফোনেও ২০২০ র ১লা ফেব্রুয়ারির পরে আর হোয়াটসঅ্যাপ কাজ করবে না। আর শুধু তাই নয় এই বছর মানে ২০১৯ সালের ১লা জুলাই থেকে ইউন্ডোজ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ সরিয়ে দেওয়া হবে।
রিপোর্ট অনুসারে কোম্পানি তাদের FAQ সাপোর্টের বিষয়ে এখানে বলেছে যে অ্যান্ড্রয়েড ভার্সান ২,৩,৭ আর এর আগের অপারেটিং সিস্টেম, iOS ৭ আর এর পুরনো অপারেটিং সিস্টমের আইফোনেও ২০২০ র ১লা ফেব্রুয়ারির পরে আর হোয়াটসঅ্যাপ কাজ করবে না। আর শুধু তাই নয় এই বছর মানে ২০১৯ সালের ১লা জুলাই থেকে ইউন্ডোজ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ সরিয়ে দেওয়া হবে।

No comments