Header Ads

মুখ্যমন্ত্রী-কুণালের বৈঠকের কারণ কি? পড়ুন

নজরবন্দি ব্যুরো: বহু বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পা রাখলেন কুণাল ঘোষ। তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ রুদ্ধদ্বার  বৈঠক হয়। পরে কুণাল ঘোষ বলেন,  ৬ বছর পরে মমতাদি ও অভিষেকের সঙ্গে কথা বলে খুব ভালো লাগল।
আমি দলের একজন পুরোনো সৈনিক। আর কুণাল-বাবুর এই প্রতিক্রিয়ার পর রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
তাহলে কি বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে দলের "পুরোনো সৈনিক"-দের উপরই আস্থা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? গতকাল বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেন কুণাল। সেখান থেকে ৩০বি হরিশ চ‍্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যান তিনি। তবে এই বৈঠকের আসল কারণ কি তা জানা যায়নি।
সূত্রের খবর, মমতার সঙ্গে বৈঠক সেরে ফের অভিষেকের বাড়িতে যান কুণাল-বাবু। মমতা-অভিষেকের সঙ্গে সাক্ষাৎ নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেন তিনি। বলেন, "আমি দলের পুরোনো সৈনিক। অভিষেক দলের যুব নেতা ও সাংসদ। আমার মধ্যে সম্পর্ক ভালো।" তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে রহস্য বজায় রাখেন তিনি। তিনি বলেন, "মমতাদির সঙ্গে কি কথা হয়েছে তা বলব না।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.