Header Ads

হার্মাদদের তাণ্ডবে ঘর ছাড়া তৃণমূল সমর্থকরা: শুভেন্দু অধিকারী

নজরবন্দি ব্যুরো: দল-নেত্রী দায়িত্ব দেওয়ার পর থেকেই জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। কর্মীদের চাঙ্গা করার উদ্দেশ্যে কখনও কেশপুর, কখনও গড়বেতা, আবার কখনও বাঁকুড়ার বিভিন্ন জায়গায় কর্মীদের নিয়ে বৈঠক করছেন শুভেন্দু।
সাংগঠনিক বৈঠক করতে শনিবার রাতে ঘাটালে যান শুভেন্দু। ঘাটালে সাংগঠনিক বৈঠকে শুভেন্দু বলেন, বিজেপির মদতে প্রাক্তন সিপিআই(এম)-এর কর্মীরা বিজেপির ঝান্ডা হাতে নিয়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাস করে বেড়াচ্ছে। তিনি দাবি করেন, ইতিমধ্যেই মেদিনীপুর সদর ব্লক থেকে শুরু করে কেশপুরের বিভিন্ন জায়গায় প্রায় ৯০ শতাংশ উদ্ধার হয়ে গিয়েছে। শালবনি থেকে মণ্ডলকুপি পর্যন্ত পদযাত্রার ফলে কর্মীদের মনোবল বেড়েছে বলে দাবি করেন শুভেন্দু।
ঘাটালের একাধিক এলাকায় পার্টি অফিসে তাণ্ডব চালিয়েছে বিজেপির গুণ্ডারা।
যারা প্রাক্তন সিপিআই(এম)-এর হার্মাদ বলে দাবি করেন মন্ত্রী। হার্মাদদের এই তাণ্ডবের ফলে কর্মীরা যে ঘর ছাড়া হয়েছে তাও মেনে নেন মন্ত্রী। তাঁর দলের কর্মীদের উপর এই অত্যাচার মেনে নেবেন না বলেও হুমকি দেন শুভেন্দু অধিকারী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.