Header Ads

বর্ষা আসছে আর কয়েকদিনেই,প্রবল দাবদাহের হাত থেকে স্বস্তি

নজরবন্দি ব্যুরো: অবশেষে প্রবল দাবদাহের হাত থেকে স্বস্তি। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রাজ্যে। মালদায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গেও।
ছুটির দিন, রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। প্রায় মেঘলা আকাশ।
সঙ্গে ঝড়ো হাওয়া। কোথাও কোথাও ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে তুমুল বৃষ্টি হচ্ছে মালদায়। রবিবার ভোর রাত থেকেই শুরু হয় প্রবল ঝড়। সেইসঙ্গে বজ্রপাত সহ মুষলধারে বৃষ্টি শুরু হয় মালদায়। প্রবল ঝড়বৃষ্টির জেরে আমের খুব ক্ষতি হয়ে গিয়েছে। ট্রেন পরিষেবাও কিছুটা বিপর্যস্ত। বেশ কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন। নদীয়াতেও সকাল থেকেই মেঘলা আকাশ। বেলা বাড়তেই ঝোড়ো হাওয়া আর তার সাথে জেলার সর্বত্র শুরু হয়েছে বৃষ্টি। প্রচণ্ড গরম থেকে অবশেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.