Header Ads

সিপিআই(এম) ও বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ, পরেশ পালের নেতৃত্বে তৃণমূলের গণ অবস্থান

নজরবন্দি ব্যুরো: কয়েক মাস আগে পর্যন্ত এই রাজ্যের বিরোধীরা সন্ত্রাসের অভিযোগ করতেন এই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। এবার সেই শাসক দলই সিপিআই(এম)ও বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনছেন।
এই সন্ত্রাসের প্রতিবাদে স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশ পালের নেতৃত্বে বেলেঘাটায় চলছে গণ অবস্থান।

রাজ্যে লোকসভা ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এমন অভিযোগ সব রাজনৈতিক দলের।
তবে একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করছে। যেমন, উত্তর কলকাতার বেলেঘাটার শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পালের অভিযোগ, এলাকায় সিপিআই(এম) ও বিজেপি সন্ত্রাস করছে। আর তারই প্রতিবাদে শান্তির বার্তা দিতে বেলেঘাটায় তার নেতৃত্বে তৃণমূলের গণ অবস্থান চলছে। তৃণমূল কর্মী ও সমর্থকরা বেলেঘাটায় গাঁধী ভবনের সামনে অবস্থানে সামিল হয়েছেন। রবিবার সকাল ১০টা এই অবস্থান শুরু হয়েছে। চলবে রাত ১০টা পর্যন্ত। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.