Header Ads

আবার উত্তপ্ত খেজুরি। অস্ত্র হাতে বিক্ষোভ মহিলা সহ বিজেপি কর্মী সমর্থকদের।

নজরবন্দি ব্যুরোঃ রবিবারও উত্তপ্ত খেজুরি। তৃণমূল বিধায়ক তাঁদের মারধর করেছে বলে বিজেপি কর্মীদের অভিযোগ। কণ্ঠিবাড়িতে বিধায়ক রঞ্জিত মণ্ডলকে ঘিরে যেমন বিক্ষোভ চলে, তেমনই অস্ত্র নিয়ে অবরোধ হয় বীরবন্দর বাজারে। তৃণমূল অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।বিজেপি কর্মীদের বক্তব্য, গাড়ি থেকে নেমে তৃণমূল বিধায়ক রঞ্জিত মণ্ডল তাঁদের মারধর করেন।
অমিত জানা ও চন্দন বারিক নামে দুজন বিজেপি কর্মীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ তাঁদের। এরপর বিক্ষোভ শুরু হয় বীরবন্দর বাজারে। লাঠিসোঁটা, কুঠার, কাতান নিয়ে বিক্ষোভ নামেন মহিলা সহ বিজেপি কর্মী সমর্থকরা। পুলিসকে গ্রামে ঢুকতে বাধা দেয় বিক্ষোভকারীরা। সংঘর্ষের মাঝে পড়ে এক সিভিক ভলেন্টিয়ারের মাথা ফাটে বলে অভিযোগ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.