গঙ্গারামপুরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। অভিযোগের আঙুল বিজেপির দিকে।
নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের আমন রায় নামে বছর পঁয়তাল্লিশের এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়ে চিকিত্সাধীন। ঘটনার সময়ে হামলাকারীদের মুখে 'জয় শ্রীরাম' ধ্বনি শোনা গিয়েছিল বলে অভিযোগ জানিয়েছেন জখম আমন রায়। যদিও এই ঘটনার সঙ্গে কোনও যোগ নেই বলে দাবি করেছে জেলা বিজেপি। তাদের পালটা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এই হামলা।অভিযোগ, শনিবার রাতে এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে আমন রায়ের দাদা পবন রায়ের বাড়িতে হামলা চালায়।
আমন সেখানে ছুটে যেতেই, তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনার পরই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। আমনকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করা হয়। কিন্তু অমনের কাঁধে গুলি লাগাই টা বেরকরা যায়নি ফলে তাকে মালদা হাস্পাতালে পাঠানো হয়।ঘটনায় মোট ন'জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
আমন সেখানে ছুটে যেতেই, তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনার পরই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। আমনকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করা হয়। কিন্তু অমনের কাঁধে গুলি লাগাই টা বেরকরা যায়নি ফলে তাকে মালদা হাস্পাতালে পাঠানো হয়।ঘটনায় মোট ন'জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

No comments