Header Ads

নিরীহ মানুষের গায়ে হাত পড়লে ব্যারাকপুরও হয়ে যেতে পারে নন্দীগ্রামঃ বিস্ফোরক অর্জুন সিং

নজরবন্দি ব্যুরো: "নিরীহ মানুষের গায়ে হাত পড়লে ব্যারাকপুরও হয়ে যেতে পারে নন্দীগ্রাম।" নৈহাটি থানায় বিক্ষোভ দেখাতে গিয়ে এভাবেই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। 'জয় শ্রী রাম' বলার জন্য গ্রেফতার ও পুলিশি হয়রানির প্রতিবাদে গতকাল থানায় বিজেপি সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি সাংসদ অর্জুন। নৈহাটি থানায় বিক্ষোভ দেখাতে গিয়েই হুঙ্কার দিলেন বিজেপির এই সাংসদ।
নৈহাটির পাশাপাশি জগদ্দল থানার সামনেও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। অর্জুন সিংয়ের উপস্থিতিতে চলে এই বিক্ষোভ কর্মসূচি। গোটা ঘটনায় পুলিশের কড়া সমালোচনা করেন অর্জুন সিং। পুলিশ পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেন তিনি। পুলিশকে নিরপেক্ষতার সাথে কাজ করার আবেদন জানান অর্জুন সিং।
ভাটপাড়ায় মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে 'জয় শ্রী রাম' বলায় গ্রেফতার করা হয় ১০ জনকে। তাঁদের মধ্যে ২ জনকে মুখ্যমন্ত্রীর কনভয় আটকানোর অভিযোগে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ। আর এর প্রতিবাদে এই বিক্ষোভ বলে জানা গিয়েছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.