Header Ads

বিজেপির বিরুদ্ধে আরও আক্রমণাত্মক হওয়ার বার্তা রাহুলের!

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনে হারের প্রাথমিক ধাক্কা কাটিয়ে শনিবার সেন্ট্রাল হলে কংগ্রেসের বৈঠকে চূড়ান্ত হল দলের সংসদীয় দলনেতা। আরও এক বার সনিয়া গান্ধীর উপরই ভরসা রাখলেন কংগ্রেস সাংসদরা। এ দিন বৈঠকে বক্তৃতা রাখতে গিয়ে ৫২ জন সাংসদের উদ্দেশে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, "প্রত্যেকদিন বিজেপির সঙ্গে লড়তে হবে আমাদের।"
এর পাশাপাশি আরও আক্রমণাত্মক হওয়ার বার্তা দেন তিনি। রাহুল এ দিন স্পষ্ট করে দেন, দেশের প্রত্যেক নাগরিকের জন্য কাজ করতে হবে দলের সাংসদদের। ঘৃণা, ভয়, ক্রোধের বিরুদ্ধে লড়ার ডাক দেন তিনি।
মনে করা হয়েছিল, রাহুলকেই সংসদীয় দলনেতা হওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে। কারণ, তিনি ইতিমধ্যেই মনস্থির করে নিয়েছেন, কংগ্রেস সভাপতি থেকে সরে দাঁড়াবেন।  কংগ্রেস নেতৃত্বদের জোরাজুরিতে ওই পদের দায়িত্ব সামলাচ্ছেন। কংগ্রেস সূত্রে খবর, নতুন মুখের সন্ধান মিললেই ওই পদ ছেড়ে দেবেন বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন রাহুল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.