Header Ads

রবীন্দ্রনাথের নির্দেশে চাকরি দেবার নামে টাকা তুলেছিলাম, বিস্ফোরক ঘাস-ফুল নেতা।

নজরবন্দি ব্যুরো: মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী তাঁর দলের কর্মীদের কাটমানির টাকা ফিরিয়ে দিতে বলেছিলেন।
আর এর পর থেকে এই ইস্যুতে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। আর এই টাকা ফেরতের ঘটনাকে কেন্দ্রকরে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়াবার মতন ঘটনা ঘটেছে।

মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের নির্দেশে প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছিলেন। কাটমানি ফেরত দেওয়ার পর জানালেন স্থানীয় তৃণমূল নেতা অতুলচন্দ্র বর্মণ। আজ তুফানগঞ্জ-১ নম্বর ব্লকের তৃণমূল নেতারা কাটমানির চারলাখ টাকা বাসিন্দাদের হাতে তুলে দেন।
অভিযোগ আছে প্রাইমারি স্কুলে চাকরি, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা ১০০ দিনের কাজ পাইয়ে দেওয়ার নামে এলাকা থেকে লাখ লাখ টাকা তুলেছিলেন তৃণমূল নেতা নিশিকান্ত দাস, অতুলচন্দ্র বর্মণরা। কিন্তু, এদের বেশিরভাগই চাকরি, ঘর বা কাজ পাননি। যদিও সম্প্রতি এক দলীয় সভাতে তৃণমূল নেত্রী নির্দেশ দিয়েছিলেন, কাটমানির টাকা ফেরত দিতে হবে। তারপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। টাকা ফেরতের দাবিতে স্থানীয় তৃণমূল নেতাদের বাড়িতেও বিক্ষোভ দেখান তাঁরা। রবিবার বিজেপি নেতা-কর্মীদের মধ্যস্থতায় বাসিন্দাদের হাতে টাকা তুলে দেয় ওই তৃণমূল নেতা।
যদিও এই কাটমানি প্রসঙ্গে সরাসরি রবীন্দ্রনাথ ঘোষের দিকে আঙুল তুলেছেন তৃণমূল নেতা অতুলচন্দ্র বর্মণ। তিনি বলেন, "রবীন্দ্রনাথ ঘোষই বলেছিলেন, টাকা তুলে নিয়ে এসো। কিন্তু, আমরা কাউকে চাকরি দিতে পারিনি।" এবিষয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "এধরনের নোংরা কাজে আমি যুক্ত নই। আমার নাম করে ওই ব্যক্তি যদি টাকা তুলে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.