Header Ads

স্বপ্নের ফর্মে শামি। এবার শিকার ৫, ইংল্যান্ড ৫০ ওভারের ৩৩৭

নজরবন্দি ব্যুরোঃ ৫০ ওভারের শেষে ইংল্যান্ড করল ৩৩৭ রান।শুরু থেকেই যে গতিতে রান তুলছিল ইংল্যান্ড।রবিবার টস জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।ইংল্যান্ডের দুই ওপেনার জনি বেয়ারস্টো ও জেসন রয় শক্ত ভিতের উপরে দাঁড় করান ইংল্যান্ডকে। যশপ্রীত বুমরা ও মহম্মদ শামিশুরুতে ঝড় তুলতে পারেননি। ধাক্কা দিতে পারেননি ইংল্যান্ডের ইনিংসে। খুব সহজেই ভারতের দুই বিপজ্জনক বোলারকে সামলান জেসন রয় ও বেয়ারস্টো।
প্রথম উইকেটে ১৬০ রান জোড়েন রয় ও বেয়ারস্টো। এর পর জো রুট ও বেন স্টোকস দুজনে রান আরও এগিয়ে নিয়ে যান। রুট ৪৪ ও স্টোকস ৫৪ বলে ৭৯ রানের দুরন্ত ইনিংস খেললেন। মহম্মদ শামি সত্যিই আগুন ঝরাচ্ছেন আর বাইশ গজে ধরে যাচ্ছে আগুন পরপর দুটো ম্যাচে চার উইকেটের পর এই ম্যাচে একেবারে পাঁচ উইকেট তুলে নিলেন বঙ্গ পেসার । ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ ওভারে ৬৯ রান দিয়ে ৫ উইকেট তুলে নিলেন তিনি ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.