Header Ads

টার্গেট বিধানসভা নির্বাচন, এবার আট জেলার সভাপতি পদে বদল বিজেপির।

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনে এ রাজ্যে দলের ফলাফল দেখে আত্মতুষ্টিতে ভুগবেন না। টার্গেট বিধানসভা নির্বাচন। বঙ্গ বিজেপির নিচুতলার নেতা-কর্মীদের আগেই এই বার্তা দিয়েছেন বিজেপির শীর্ষ নেতারা।
বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলের সংগঠনকে এবার ঢেলে সাজাতে উদ্যোগ নিলেন রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ। রবিবার দলের আট সাংগঠনিক জেলার সভাপতি পদে রদবদল করলেন দিলীপ বাবু। লোকসভা নির্বাচনে যে আসনগুলিতে লড়াই করতে পারেনি দল বা একটুর জন্য হাতছাড়া হয়েছে যে আসনগুলি, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে সেই সাংগঠনিক জেলাগুলিরই সভাপতি বদল করলেন তিনি।
বিজেপি সূত্রের খবর, সেক্ষেত্রে একাধিক এলাকায় নতুন মুখকে তুলে এনেছেন দিলীপ ঘোষ। সুযোগ দেওয়া হয়েছে দলের তরুণ নেতাদের। জানা গিয়েছে, মালদহ সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে গোবিন্দ মণ্ডলকে। নদিয়া দক্ষিণের দায়িত্ব পেয়েছেন মানবেন্দ্র রায়।
একই ভাবে বারাসত সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন শংকর চক্রবর্তী, কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন কিশোর কর। তমলুকের সভাপতি হয়েছেন নবারুণ নায়েক, কাঁথির জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন অরূপ চক্রবর্তী, শ্রীরামপুরের সভাপতি হয়েছেন শ্যামল বোস এবং বীরভূমের সভাপতির দায়িত্ব পেয়েছেন শ্যামাপদ মণ্ডল।
এর পাশাপাশি বিধানসভার রণকৌশল ঠিক করতে রবিবারই নয়াদিল্লিতে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, পুজোর পর থেকেই এ রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘুঁটি সাজাতে শুরু করে দেবে বিজেপি নেতৃত্ব। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.