Header Ads

জরিমানা অধিনায়ক বিরাট কোহলির!

নজরবন্দি ব্যুরো: এবার জরিমানা হল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়েছিলেন বিরাট। যার জন্য জরিমানা হল কোহলির। ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁর।
সঙ্গে যুক্ত হয়েছে একটি ডেমিরিট পয়েন্ট। ভারত-আফগানিস্তান ম্যাচের  ২৯তম ওভারের ঘটনা। সামির বলে জাজাইয়ের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন করেছিলেন খোদ ভারতীয় অধিনায়ক। আবেদন ফিরিয়ে দেন আম্পায়ার আলিম দার। এর পরই কোহলি তাঁর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন।
আইসিসির তরফে জানানো হয়, আচরণবিধি লঙ্ঘন করেছেন বিরাট। ভারতীয় অধিনায়ক অবশ্য নিজের দোষ মেনে নিয়েছেন। তাই আলাদা করে শুনানির প্রয়োজন আর নেই। এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছিল কোহলির নামের পাশে। এই নিয়ে মোট দুটি ডেমিরিট পয়েন্ট যোগ হল। আরেকটি ডেমিরিট পয়েন্ট যুক্ত হলে কোহলি একটি টেস্ট ম্যাচ কিংবা দুটি ওয়ানডে, টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হতে পারেন বলে জানা গিয়েছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.