Header Ads

জনরোষের প্রকোপ, ২০ দিনের মধ্যে কাটমানি ফেরত দেবেন! মুচলেখা তৃণমূল নেতার।

নজরবন্দি ব্যুরোঃ কাটমানি এই মুহুর্তে পশ্চিমবঙ্গের সবথেকে চর্চিত শব্দগুলির মধ্যে একটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের কাউন্সিলারদের কাটমানি ফেরত দিয়ে বলার পর হুলুস্থুলু পড়েগেছে রাজ্যজুড়ে। ফেরত দিতে বলেছিলেন মমতা কিন্তু সবুর করতে পারেনি প্রতারিত জনতা!
ফেরত পাওয়ার আগেই তাঁরা কাটমানি বা তোলাবাজির টাকা ফেরত চাইতে হাঙ্গামা শুরু করেছেন তৃণমূল নেতাদের দরজায় দরজায়! কোথাও চলছে মার, কোথাও ভাঙচুর কোথাও বিক্ষোভ! এর মধ্যেই পূর্ব বর্ধমানের আউশগ্রামের এক তৃণমূল নেতা বিক্ষোভের মুখে মুচলেখা দিয়ে জানিয়ে দিলেন আগামী ২০ দিনের মধ্যে কাটমানি ফেরত দেবেন তিনি!
আজ সকালে পূর্ব বর্ধমানের আউশগ্রামের তৃণমূল নেতা তথা আউশগ্রাম ২ নম্বর ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েতের  তৃণমূল বুথ সভাপতি উজ্জ্বল মন্ডলের বাড়ি ঘেরাও করে উত্তেজিত জনতা। গ্রামবাসীদের দাবি বিভিন্ন সরকারি জনমুখি প্রকল্প থেকে কাটমানি নেন এই উজ্জ্বল।
বাড়ি, কন্যাশ্রী, ১০০ দিনের কাজ যে কোন কিছুতেই কাটমানি দিতে হয় ওই তৃণমূল নেতাকে। ফলে বাড়ি তৈরির টাকা পেয়েও অনেক মানুষ কাটমানি দিয়ে হাতে যা পেয়েছেন তাতে তৈরি করতে পারেননি বাড়ি। ৮-১০-১৫-২০ হাজার, যার কাছ থেকে যেমন পাওয়া যায়! কোন বাঁধা রেট নেই এই 'জননেতার'।
আজ মারমুখী গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে কাটমানি নেওয়ার কথা স্বীকার করেন তৃণমূল নেতা উজ্জ্বল মন্ডল। শেষে ২০দিনের মধ্যে সবার টাকা ফেরত দেবেন এই মর্মে মুচলেখা দেওয়ার পর ছাড়া পান তৃণমূল বুথ সভাপতি। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.