Header Ads

বেতন কমিশনের পাশাপাশি বুদ্ধদেবের মত সরকারি কর্মীদের বকেয়া মেটাবেন মমতা?

নজরবন্দি ব্যুরোঃ সাম্প্রতিক নির্বাচনের ফলে দেখা গেছে রাজ্যজুড়ে সরকারি কর্মীরা অনাস্থা প্রকাশ করেছেন রাজ্য সরকারের প্রতি। প্রায় সব কটি আসনেই পোস্টাল ব্যালটে মুখ থুবড়ে পড়েছে ক্ষমতাশীন দল। কিন্তু এমন বিপর্যয় কেন ঘটল? কারন খুঁজে পেতে বেশি সময় লাগেনি ওয়াকিবহাল মহলের।আরও পড়ুনঃ জনরোষের প্রকোপ, ২০ দিনের মধ্যে কাটমানি ফেরত দেবেন! মুচলেখা তৃণমূল নেতার। ডিএ, পে কমিশন, যোগ্যতা অনুযায়ী বেতন ইত্যাদি বহুবিধ অপ্রাপ্তির ক্ষোভ ঝরে পড়েছে ভোট বাক্সে। এবার সেই ক্ষোভ প্রশমন করতে সচেষ্ট হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। দুদিন আগে প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে একটা স্কেল বাড়ানোর সিদ্ধান্তের পাশাপাশি এই দূর্গাপুজোয় সরকারি কর্মী ও শিক্ষকদের জোড়া সুখবর দিতে পারেন মুখ্যমন্ত্রী। সম্ভবত ষষ্ঠ বেতন কমিশনের ঘোষণা মিলতে চলেছে চলতি বছরে পুজোর আগেই কার্যকর হবে জানুয়ারী ২০২০তে!

কিন্তু ষষ্ঠ বেতন কমিশন ঘোষনা হলে প্রায় সাড়ে তিন বছরের বকেয়া টাকা কি পাবেন রাজ্য সরকারি কর্মীরা? বকেয়া নিয়ে কি ভাবছেন বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের নেতারা? বিভিন্ন সংগঠনের নেতাদের হিসেব একজন গ্রুপ ডি কর্মীরই বকেয়ার পরিমান হবে অন্তত ২ লক্ষ টাকা!
উল্লেখ্য, পঞ্চম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়েছিল ২০০৯ সালের এপ্রিলে। তখন ৩৯ মাসের বকেয়া প্রাপ্য ছিল সরকারি কর্মীদের। তৎকালীন বামফ্রন্ট সরকার ১২ মাসের বকেয়া তিনটি কিস্তিতে শোধ করে কিন্তু তারপর রাজ্যে পালাবদল হয় ক্ষমতায় আসে তৃণমূল, বকেয়া বাকি থেকে যায় ২৭ মাসের। সেই টাকা নতুন সরকার ৮ বছরেও মেটায়নি!
তাই মমতা বন্দোপাধ্যায়ের সরকার ষষ্ঠ পে কমিশন ঘোষণা করলেও বকেয়া মেটাবে কিনা সন্দেহ থেকেই যাচ্ছে সরকারি কর্মীদের। কারন প্রায় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির কথা উঠলেই মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ধার, টাকা নেই এই সমস্ত কথা বলেন তাই ষষ্ঠ বেতন কমিশন কতটা বেতন বাড়াবে তা নিয়ে চিন্তা থাকছেই তাঁর ওপর আবার বকেয়া!!!
অন্যদিকে দূর্গাপুজোর সময় সরকারি কর্মীদের ছুটি বাড়ানোর উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী বলে খবর সূত্রের। এই বছর দূর্গাপুজোর সময় রাজ্য সরকারি কর্মীরা অতিরিক্ত চার দিন ছুটি পেতে পারেন। কাজেই সব ঠিক থাকলে ছুটি আর পে কমিশন দুটোই মিলতে পারে এই বছর পুজোতেই।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.