আবার এক সাথে আমির খান এবং করিনা কাপুর।
নজরবন্দি ব্যুরোঃ থ্রি ইডিেয়টের পর ফের একসঙ্গে দেখা যাবে আমির খান এবং করিন কাপুরকে। লাল সিং চড্ডা ছবিতে জুটি বাঁধছেন তাঁরা। টম হ্যাঙ্কস অভিনীত হলিউড ফিল্ম ফরেস্ট গাম্পের রিমেক হতে চলেছে লাল সিং চড্ডা। আমির খান নিজেও প্রোযোজনায় অংশীদার।
অতুল কুলকার্নির চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করছেন অদবৈদ চন্দন। ২০২০ সালের ক্রিসমাসে ছবির মুক্তির দিন ঠিক হয়েছে।আমির খানের গত কয়েকটি ছবি তেমন কামাল করতে পারেনি বক্স অফিসে। খুব সাম্প্রতিক ঠগস অব হিন্দুস্তান একেবারেই অসফল বলা চলে।নতুন প্রোজেক্টে দর্শকদের কতটা আশা পূরণ করতে পারেন তিনি সেটাই এখন দেখার।
অতুল কুলকার্নির চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করছেন অদবৈদ চন্দন। ২০২০ সালের ক্রিসমাসে ছবির মুক্তির দিন ঠিক হয়েছে।আমির খানের গত কয়েকটি ছবি তেমন কামাল করতে পারেনি বক্স অফিসে। খুব সাম্প্রতিক ঠগস অব হিন্দুস্তান একেবারেই অসফল বলা চলে।নতুন প্রোজেক্টে দর্শকদের কতটা আশা পূরণ করতে পারেন তিনি সেটাই এখন দেখার।

No comments