Header Ads

এবার সচিন,লারার রেকর্ড ভাঙার সামনে কিং কোহালি।

নজরবন্দি ব্যুরোঃ শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে আবার রেকর্ড গড়ার দোরগোড়ায়ে ভারত অধিনায়ক বিরাট । আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২০ হাজার রানে পৌঁছতে লাগবে ১০৪ রান। কোহালির মোট ৪১৫টি ইনিংসে (১৩১টি টেস্ট, ২২২টি একদিনের ম্যাচ ও ৬২টি টি২০) সংগ্রহ ১৯ হাজার ৮৯৬ রান। ২০ হাজারের ক্লাবে পৌঁছতে সচিন সময় নিয়েছিলেন ৪৫৩টি ইনিংস। আর ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান লারা নিয়েছিলেন ৪৬৮টি ইনিংস। তবে এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত সেঞ্চুরি না পেলেও দু'টি অর্ধশতরান করেছেন বিরাটে।
 দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ১৮ রানে আউট হলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮২ ও পাকিস্তানের বিরুদ্ধে ৭৭ রান করে প্রমাণ করে দেন তাঁর ব্যাট কথা বলতে শুরু করেছে। ১৬ জুন পাকিস্তান ম্যাচে ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ১১০০০ রানে পৌঁছনোর রেকর্ড গড়েন তিনি। এবার সহজ প্রতিপক্ষ আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর সেঞ্চুরির অপেক্ষায় ভারতীয়রা। একের পর এক রেকর্ড ভেঙে ফেলা কিং কোহালি কি পারবেন শতরানের সঙ্গে আবার একটি রেকর্ড নিজের নামে করে নিতে? অধীর আগ্রহে তাকিয়ে আপামোর ভারতীয়রা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.