Header Ads

জ্যোতিপ্রিয় মল্লিকের ডানা ছাঁটলেন তৃণমূল নেত্রী!

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে বড় রকমের ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের একাধিক হেভি-ওয়েট নেতাকে হারের মুখ দেখতে হয়েছে। বঙ্গে এই প্রথম ১৮ টি আসন জিতে চমকে দিয়েছে গেরুয়া ব্রিগেড।
এই রাজ্যে বিজেপির ভাল ফল, উল্টো দিকে তৃণমূলের দুর্বল হবার ফলে রাজ্যে অশান্তি ক্রমাগত বেড়েই চলেছে। একাধিক তৃণমূলের বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে। এর ফলে বেশ চাপে শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনকি সেই ভাঙন রুখতে ব্যর্থ হয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো।

ভাটপাড়া, কাঁকিনাড়া, জগদ্দলে লাগাতার হিংসা। ভোটের ফল বেরনোর পর থেকে টানা অশান্তি। লোকসভা ভোটে জেলার ২ আসনে হার। মুকুল রায়, অর্জুন সিংয়ের হাত ধরে উত্তর ২৪ পরগনার একের পর এক পুরসভা বিজেপির দখলে চলে যাওয়া, সব মিলিয়ে দলের অন্দরে কোণঠাসা হচ্ছিল জ্যোতিপ্রিয় মল্লিক।
এবার পদক্ষেপ নিলেন দল-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডানা ছাঁটা হল দাপুটে নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের।

উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি পদ থেকে না সরালেও জ্যোতিপ্রিয় মল্লিকের অনেক দায়িত্ব কমালেন তৃণমূল নেত্রী। জেলার ৫টি লোকসভা এলাকার দায়িত্ব দিলেন ৫ জন বিধায়কের উপরে।  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.