এবার দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ চলে আসতে পারে বিজেপির দখলে। রাজ্য রাজনীতিতে জোর জল্পনা।
নজরবন্দি ব্যুরোঃ ভোটের পর তৃণমূল থেকে বিজেপি তে যাবার ঢল নেমেছে। বিধায়ক থকে পঞ্চায়েত মেম্বার হোক বা পুরসভার কাউন্সিলার বিভিন্ন জেলাতে যোগ দিচ্ছেন বিজেপি তে। ফলে রাজ্যের বেশ কয়েকটা পঞ্চায়েত ও পুরসভা বিজেপির দখলে এসেছে। এবার রাজ্য রাজনীতিতে জোর জল্পনা চলেছে ১৮ সদস্যের দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ নিয়ে। সূত্রের খবর এবার এই জেলাপরিষদ চলে আসতে পারে বিজেপির দখলে।
১৮ জন সদস্যের মধ্যে ১৪ জন-ই নাকি বিজেপি তে আসবেন, এবং সেই উদ্যেশ নিয়ে তারা কোলকাতার দিকে যাত্রা শুরু করেছেন।কর্মাধ্যক্ষ প্রবীর রায়, সহ সভাধিপতি ললিতা টিগগা, শ্যামল সাহা ও বিশ্বনাথ পাহান ছাড়া সবাই-ই দিল্লিতে যাচ্ছেন বলে খবর। তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র দিল্লিতে রয়েছেন বলে সূত্রে খবর। শোনা যাচ্ছে, এরা সবাই বিজেপিতে যোগ দেবেন। জেলা পরিষদ তৃণমূলের হাত থেকে বেদখল হয়ে বিজেপির ঝুলিতে যাওয়ার সম্ভাবনা। যদিও এই ব্যাপারে এখন জেলা নেতৃত্ব মুখ খুলেননি।
১৮ জন সদস্যের মধ্যে ১৪ জন-ই নাকি বিজেপি তে আসবেন, এবং সেই উদ্যেশ নিয়ে তারা কোলকাতার দিকে যাত্রা শুরু করেছেন।কর্মাধ্যক্ষ প্রবীর রায়, সহ সভাধিপতি ললিতা টিগগা, শ্যামল সাহা ও বিশ্বনাথ পাহান ছাড়া সবাই-ই দিল্লিতে যাচ্ছেন বলে খবর। তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র দিল্লিতে রয়েছেন বলে সূত্রে খবর। শোনা যাচ্ছে, এরা সবাই বিজেপিতে যোগ দেবেন। জেলা পরিষদ তৃণমূলের হাত থেকে বেদখল হয়ে বিজেপির ঝুলিতে যাওয়ার সম্ভাবনা। যদিও এই ব্যাপারে এখন জেলা নেতৃত্ব মুখ খুলেননি।

No comments