Header Ads

পুলিশ ও প্রশাসন কে ধিক্কার জানিয়ে নজিরবিহীন প্রতিবাদী শিক্ষক মিছিল UUPTWA-র।

নজরবন্দি ব্যুরোঃ গত ২৪ শে জুন রানি রাসমণি অ্যাভিনিউ তে প্রাথমিক শিক্ষকদের পি আর টি স্কেলের দাবিতে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের শান্তি পূর্ণ মিছিলে প্রশাসন জল কামান নিক্ষেপ করে পাশাপাশি শিক্ষকদের অভিযোগ পুলিশ বিনা প্ররোচনায় লাঠি পেটা করে ৫৮ জন শিক্ষক কে গ্রেফতার করে। তাঁদের লালবাজার লকআপে নিয়ে যাওয়া হয়। লাঠিপেটা এবং জল কামানের আঘাতে ১০ জন আহত শিক্ষক কে এসএসকেএম হাসপাতালে ভর্তি করতে হয়। শিক্ষকদের ওপর 'বর্বরচিত' আক্রমনের প্রতিবাদে জেলায় জেলায় ধিক্কার মিছিল চলছে। জলকামান ও লাঠির আঘাতে আহত জেলার শিক্ষক জয়দীপ্ত চ্যাটার্জি, সঞ্জয় পান্ডে, অনন্ত পাত্র, রাজীব মন্ডল, শুভেন্দু দও ও প্রসেনজিৎ দাশের উপর বর্বরোচিত অত্যাচারের প্রতিবাদে আজ পুরুলিয়া জেলায় এক ধিক্কার মিছিলের আয়োজন করে উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স অ্যাসোশিয়েসনের পুরুলিয়া জেলা শাখা।
ধিক্কার মিছিল শুরু হয় পুরুলিয়া ডিপিএসি থেকে এবং তা জেলা খানা মোড় হয়ে বড় হাট ও কাপড় গলির রাস্তায় পার করে ডি এম অফিস হয়ে ডিপিএস হয় মিছিল। মিছিলে কমপক্ষে ২০০০ জন প্রাথমিক শিক্ষক অংশগ্রহন করেন। মিছিল থেকে স্লোগান অঠে শিক্ষামন্ত্রী হায় হায়, শিক্ষামন্ত্রী ধিক্কার। পাশাপাশি স্লোগান ওঠে পুলিশমন্ত্রী হাঁয় হাঁয়, পুলিশমন্ত্রী ধিক্কার। উস্হির পুরুলিয়া জেলা সভাপতি জয়দীপ্ত চ্যাটার্জি ও সেক্রেটারি সঞ্জয় পান্ডে এবং কোর কমিটির অন্যতম সদস্য চন্দন চ্যাটার্জি ও জেলা কনভেনর সঞ্জীব সৎপতি এই বর্বরোচিত আক্রমণের তীব্র প্রতিবাদ করেন এবং জানান যত দিন পর্যন্ত পিআরটি স্কেল না পাচ্ছেন ততদিন এই আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।
 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.