Header Ads

নুসরতের মাথায় সিঁদুর পরা নিয়ে ক্ষুব্ধ মুসলিম সংগঠন!

নজরবন্দি ব্যুরো: কিছুদিন আগে সাত পাকে বাঁধা পড়েছেন নুসরত জাহান ও নিখিল জৈন। তুরস্কের বোদরুমে ব্যবসায়ী নিখিল জৈন-এর সঙ্গে বিয়েটা সেরেই ফেলেছেন নুসরত জাহান। ধুমধামের সঙ্গে পালন হয়েছে তাঁর বিবাহের অনুষ্ঠান। আর সেই সংক্রান্ত ছবিও সোশ্যাল মডিয়ার দৌলতে ভাইরাল। আর তাতেই বেজায় চটেছে উত্তরপ্রদেশের দারুম উল দেওবন্দ। এবার তাঁদের নিশানায় টলি অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরত জাহান। মূলত নিজ ধর্মবাদে অন্য ধর্মে বিয়ে করার জন্য ও মাথায় সিঁদুর পরার জন্য ক্ষোভে ফেটে পড়েছেন দারুম উল দেওবন্দ সংগঠনের প্রতিনিধি ও সমর্থকরা।
 তাঁরা এও জানিয়েছেন নুসরতের উচিত ছিল নিজের ধর্মের কারোর সঙ্গে বিয়ে করা। পাশাপাশি তাঁরা এটাও জানিয়েছেন এই বিয়েকে ইসলামের ভাষায় নাকি 'হারাম' বলে। এরই সঙ্গে তাঁরা জানিয়েছেন নুসরত গলাতে মঙ্গলসূত্র ও সিঁদুর পরে বড় ভুল কাজ করেছেন। শুধু বিয়ে নয় এবার অভিনেত্রী নুসরতের অভিনয়ে আসা নিয়েও নানা কথা বলেছেন ওই সংগঠনের নেতারা। নুসরত নাকি অভিনয়ে এসে নিজেদের ধর্মের অপমান করেছেন। তাঁরা এও ফতোয়া জারি করেছেন দেশে যেন কোনও ইসলাম ধর্মের মেয়েরা হিন্দু ছেলেদের বিয়ে না করেন। ১৯ জুন তুরস্কে বিবাহ সেরেই নির্ধারিত সময় লোকসভাতে সাংসদ হিসাবে শপথ নেন এই টলি অভিনেত্রী।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.